তৌহিদ হোসেন চৌধুরী
তৌহিদ হোসেন চৌধুরী হলেন একজন বাংলাদেশী চিত্রসম্পাদক ও পরিচালক।[1][2][3] তিনি ২০১৪ সালে দেশা: দ্য লিডার চলচ্চিত্রে সম্পাদনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
তৌহিদ হোসেন চৌধুরী | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চিত্রসম্পাদক |
কর্মজীবন | ২০০১–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | দেশা: দ্য লিডার |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ম বার) |
নির্বাচিত চলচ্চিত্রসমূহ
চিত্রসম্পাদক
- নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি (২০০১)
- মিলন হবে কত দিনে (২০০১)
- ভালোবাসা কারে কয় (২০০২)
- বিগবস (২০০৩)
- দুই বধূ এক স্বামী (২০০৩)
- বউ শ্বাশুড়ীর যুদ্ধ (২০০৩)
- বাঁচাও দেশ (২০০৩)
- জীবনের গ্যারান্টি নাই (২০০৪)
- ভন্ড নেতা (২০০৪)
- হীরা আমার নাম (২০০৫)
- দুই নয়নের আলো (২০০৫)
- বাঁধা (২০০৫)
- সিস্টেম (২০০৬)
- কোটি টাকার কাবিন (২০০৬)
- সাবধান সন্ত্রাসী (২০০৬)
- দুশমন খতম (২০০৬)
- নিষিদ্ধ প্রেম (২০০৭)
- আক্কেল আলীর নির্বাচন (২০০৮)
- আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)
- তুমি কত সুন্দর (২০০৮)
- তুমি আমার স্বামী (২০০৯)
- আমার প্রাণের প্রিয়া (২০০৯)
- দেশা: দ্য লিডার (২০১৪)
- এক কাপ চা (২০১৪)
- শুটার (২০১৬)
- পাসওয়ার্ড (২০১৯)
- ডনগিরি (২০১৯)
- টুঙ্গিপাড়ার মিয়া ভাই (২০২১)
পরিচালনা
- মাফিয়া (২০২২)
পুরস্কার ও মনোনয়ন
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৪ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ চিত্রসম্পাদক | দেশা: দ্য লিডার | বিজয়ী | [4] |
২০১৯ | ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ চিত্রসম্পাদক | পাসওয়ার্ড | বিজয়ী | [5] |
তথ্যসূত্র
- "প্রস্তুত শাকিব-বুবলীর 'পাসওয়ার্ড'"। এনটিভি অনলাইন। ৭ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- Nation, The New। "Faruk, Rozina in Eid Anandamela"। দ্য নিউ নেশন (ইংরেজি ভাষায়)।
- "সিনেমা পরিচালক-শিল্পী মিলনমেলা"। আরটিভি অনলাইন।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার মাতাবেন যারা..."। ৪ জুলাই ২০১৮।
- "প্রথম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ঢাকায় চাঁদের হাট, পেলেন কারা? দেখে নিন..."। এইসময়। ২২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.