তৌসিফ মাহবুব

তৌসিফ মাহবুব একজন বাংলাদেশী টিভি অভিনেতা। তৌসিফ ২০১৩ সালে এয়ারটেল পরিবেশিত অল টাইম দৌড়ের উপর নাটকের মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু হয়। নাটক ও বিজ্ঞাপনে দুই মাধ্যমেই তিনি অভিনয় করেন।[1]

তৌসিফ মাহবুব
২০১৯ সালের তৌসিফ
জন্ম
তৌসিফ মাহবুব

(1988-10-27) ২৭ অক্টোবর ১৯৮৮
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস (স্নাতকোত্তর) (স্থাপত্য)
মাতৃশিক্ষায়তনআমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ
পেশাটিভি অভিনেতা
কর্মজীবন২০১০–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
  • ভালবাসার ছোঁয়া (২০১৫)
  • প্রেম ভালবাসা ইত্যাদি (২০১৬)
  • এপিটাফ (২০১৭)
  • ফাহিম দি গ্রেট ফাজিল (২০১৮)
দাম্পত্য সঙ্গীজান্নাতুল ফেরদৌস জারা

প্রাথমিক জীবন ও শিক্ষা

তৌসিফ মাহবুব অভিনয় আসার আগে প্রকৌশলী হবার ইচ্ছা ছিল। সে ভাবে তিনি শুরুও করেছিলেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রকৌশলীর একটি বিষয়ে স্নাতকোত্তর করছেন। তবে অভিনয় জগতে আসার পর পড়ালেখাটা শুধু ক্যারিয়ার এর মধ্যে সীমাবদ্ধ আছে।

কর্মজীবন-

তৌসিফ প্রথমে র‌্যাম্পের মাধ্যমে মিডিয়াতে আসে। এর পরে ২০১০ সালের দিকে আদনান আল রাজিবের পরিচালনায় নেসক্যাফের ‘গেট সেট গো’ বিজ্ঞাপনে গিটারিস্টের ভূমিকায় অভিনয় করেন। টিভিসি করার ৪ বছর পর ২০১৩ সালে রাজিব এর পরিচালনায় এবং এয়ারটেল পরিবেশিত "অল টাইম দৌড়ের উপর" নাটকে প্রথম কাজ করেন। এরপর একে বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক " অবাক আগন্তুক", "যাযাবর" "নিঃসঙ্গ শেরপা", "ফেসবুক ও ইতিকথা" "কলিং বেল", ল্যন্ডফোনের দিন গুলোতে প্রেম ইত্যাদি।[2]

ব্যক্তিগত জীবন

তৌসিফ মাহবুব ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করে জান্নাতুল ফেরদৌস জারাকে।[3]

টেলিভিশন

  • অল টাইম দৌড়ের উপর (২০১৩)
  • ফাস্ট ফরোর্য়াড (২ ০১৩)
  • ইউ টার্ন (২০১৩)
  • ভালবাসার ছোঁয়া (২০১৪)
  • অতঃপর আমরা (২০১৪)
  • সুবর্ণপুর বেশি দুরে না (২০১৪)
  • রুম ডেট (২০১৫)
  • কেমিস্ট্রি (২০১৫)
  • পাপ্পী প্রেম (২০১৫)
  • দেয়াল (২০১৬)
  • একটুখানি ম্যাডনেস (২০১৬)
  • প্রেম ভালবাসা ইত্যাদি (২০১৬)
  • এপিটাফ (২০১৭)
  • বাইসাইকেল প্রেম (২০১৭)
  • ময়না ও মজনুর গল্প (২০১৭)
  • মেছোকাত্তিক (২০১৭)
  • দেশী মুরগী (২০১৭)
  • তোমাকেই ভেবে (২০১৭)
  • মিলিয়নার ফ্রম বরিশাল (২০১৭)
  • পরিচয় (২০১৮)
  • কালারস অফ লাভ (২০১৮)
  • ছোট ছেলে (২০১৮)
  • ছাত্র (২০১৮)
  • ফাহিম দি গ্রেট ফাজিল (২০১৮)
  • ব্যাচেলর পয়েন্ট (২০১৮)
  • এবনরমাল এফাইয়ার (২০১৮)
  • কাছে আসার পরে (২০১৮)
  • সোউলমেট (২০১৮)
  • বাবা (২০১৮)
  • কারেন্ট এফাইয়ার (২০১৮)
  • কক্টেল (২০১৮)
  • বিস্কুট খান পাতায়া যান (২০১৮)
  • অজান্তে (২০১৮)
  • আফসোস (২০১৯)
  • অপ্রত্যাশিত (২০১৯)
  • ভালবাসা এমনই (২০১৯)
  • এনাদার লাভ স্টোরি (২০১৯)
  • লাভ চকোলেট (২০১৯)
  • অ্যাডমিশন টেস্ট ২ (২০১৯)
  • সময়ের গল্প (২০১৯)
  • ফাগুনের প্রেম (২০১৯)
  • সব সম্পর্কের নাম হয় না (২০১৯)
  • ঢাকা মেট্রো (২০১৯)
  • নামহীন অনুভূতি (২০১৯)
  • পরিবার বর্গ (২০১৯)
  • যদি ফিরে আসি (২০১৯)
  • আই এম প্রেগন্যান্ট (২০১৯)
  • বিক্রিত পন্য ফেরত নহে (২০১৯)
  • ফালতু (২০১৯)
  • বেয়াইনসাব (২০১৯)
  • প্রেমে পড়া বারন (২০১৯)
  • ফানিমুন (২০১৯)
  • বুক ভরা ভালবাসা (২০১৯)
  • দি ফিউশন (২০১৯)
  • কটন বাড (২০১৯)
  • ব্যাচেলর ট্রিপ (২০১৯)
  • ভালবেসে অবশেষে (২০১৯)
  • বেবী রাসেল (২০১৯)
  • রাজকুমারী (২০১৯)
  • ভালোবাসার গল্পটা (২০১৯)
  • ফান্দে পড়িয়া বগা কান্দে (২০১৯)
  • ফালতু রিলোডেড (২০১৯)
  • ফাহিম দি গ্রেট ফাজিল ২ (২০১৯)
  • ঢাকাইয়া আশিক (২০১৯)
  • বেটার হাল্ফ (২০১৯)
  • ফাইসা গেছে জেমস বন্ড (২০১৯)
  • ব্যাচেলর ঈদ (২০১৯)
  • ৫০% ডিস্কাউন্ট (২০১৯)
  • চোর ও চুন্নির গল্প (২০১৯)
  • পেইন (২০১৯)
  • বিপরীতে তুমি আমি
  • ঢাকাইয়া ওয়েঢিং
  • 2 in 1
  • কাবিননামা
  • ৩০০ টাকার প্রেম ১০০ টাকা (২০২১) [4]

তথ্যসূত্র

  1. http://www.ittefaq.com.bd/print-edition/toronkontho/2015/11/04/81428.html/ মিডিয়ায় তৌসিফ মাহবুব এর গল্প
  2. "নতুন বছরে নতুন তৌসিফ"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-১১-০৯
  3. "বিয়ে করলেন তৌসিফ-জারাকে"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১০
  4. "তৌসিফের ৩০০ টাকার প্রেম ১০০ টাকায় কিনতে চান ফারিণ!"NTV Online। Dhaka। এপ্রিল ২৭, ২০২১। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.