তোয়াবুর রহিম

তোয়াবুর রহিম (মৃত্যু: ১ জানুয়ারি ২০২১) বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পূর্ব-পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, তৎকালীন গণপরিষদ সদস্য ও সিলেট-১৪ আসনের সংসদ সদস্য ছিলেন।[1][2][3]

তোয়াবুর রহিম
মুক্তিযুদ্ধের সংগঠক তোয়াবুর রহিম
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য
কাজের মেয়াদ
৭ ডিসেম্বর ১৯৭০  ৫ মার্চ ১৯৭১
সিলেট-১৪ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩  ৬ নভেম্বর ১৯৭৬
ব্যক্তিগত বিবরণ
জন্মমৌলভীবাজার, আসাম, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু০১ জানুয়ারি ২০২১
চিকিৎসাধীন অবস্তায় লন্ডনে মৃত্যু বরণ করেন
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

প্রাথমিক জীবন

তোয়াবুর রহিম মৌলভীবাজারের রাজনগরের মনসুরনগর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

তোয়াবুর রহিম আইয়ুব খানের কাউন্সিল মুসলিম লীগ থেকে ১৯৭০ সালে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তিনি ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধে কৈলাশহর যুব ক্যাম্পের প্রধান ছিলেন তিনি।[2] ৩ ডিসেম্বর ১৯৭১ সালে তিনি চাতলাপুর বিওপিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।[4]

স্বাধীন বাংলাদেশে তিনি গণপরিষদ সদস্য ছিলেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[1]

১৯৬৫ সালে তিনি মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।[5]

তথ্যসূত্র

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  2. "প্রবাসী সরকারের দলিলপত্র ১৪ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র"সংগ্রামের নোটবুক। ২ ফেব্রুয়ারি ২০১৯। ২৯ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অগাস্ট ২০২০
  3. "করোনায় আক্রান্ত হয়ে লন্ডনে সাবেক এমপির মৃত্যু"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-০১
  4. "সাক্ষাৎকার: আজিজুর রহমান, বঙ্গবন্ধু পিঠে থাপ্পড় দিয়ে বলেন ২৫ বছরে না বুঝলে কবে বুঝবে?"দৈনিক সময়ের আলো। ৫ এপ্রিল ২০১৯। ২৯ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অগাস্ট ২০২০
  5. "মনসুরনগর ইউনিয়নে পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৯ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অগাস্ট ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.