তোমাকে বউ বানাবো
তোমাকে বউ বানাবো হচ্ছে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাংলাদেশী সুপারস্টার শাকিব খান, শাবনুর, রাজ্জাক, রেজাউল করিম রিফাত, খলিল উল্লাহ খান, মিশা সওদাগর সহ আরও অনেকে।
তোমাকে বউ বানাবো | |
---|---|
পরিচালক | শাহাদাত হোসেন লিটন |
প্রযোজক | পপি ফিল্মস |
রচয়িতা | লিটন |
শ্রেষ্ঠাংশে | শাকিব খান শাবনুর রাজ্জাক রেজাউল করিম রিফাত খলিল উল্লাহ খান মিশা সওদাগর |
সুরকার | শওকাত |
পরিবেশক | পপি ফিল্মস |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৫৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
- শাকিব খান
- শাবনুর
- রাজ্জাক
- রেজাউল করিম রিফাত
- খলিল উল্লাহ খান
- মিশা সওদাগর
- তুষার খান
- রতন খান
সঙ্গীত
তোমাকে বউ বানাবো | |
---|---|
শওকাত কর্তৃক স্টুডিও অ্যালবাম | |
মুক্তির তারিখ | ৭ এপ্রিল ২০০৮ |
ঘরানা | চলচ্চিত্র সঙ্গীত |
সঙ্গীত প্রকাশনী | পপি ফিল্মস |
প্রযোজক | জাদু মিউজিক |
তোমাকে বউ বানাবো[1] চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকাত[2]।
সঙ্গীত
ক্রমিক | গান | শিল্পী | অভিনয় করেছেন | উল্লেখযোগ্য | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
১ | তোমাকে বউ বানাবো | আসিফ আকবর | শাকিব খান এবং শাবনুর | শিরোনাম গান | [3] |
২ | তোমার হাতে হাত রেখে | এসআই টুটুল এবং সাবিনা ইয়াসমিন | শাকিব খান এবং শাবনুর | ||
৩ | যদি ভালবাস আমায় | বিপ্লব | শাকিব খান | [4] | |
৪ | মরনের কাছাকাছি আমি | এস্আই টুটুল এবং ফাহমিদা | শাকিব খান এবং শাবনুর | [5] | |
৫ | আমি যারে চাই রে | এসআই টুটুল | মিশা সওদাগর | ||
৬ | রূপবানে নাচে কোমর দুলাইয়া | মিলা ইসলাম | মিশা সওদাগর ও শাবনুর | [6] | |
তথ্যসূত্র
- "Tomake bou banabo Full"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯।
- "Tomake Bou Banabo (তোমাকে বউ বানাবো) Shakib Khan | Shabnur | Misha Sawdagor | Bangla Full Movie HD"। Youtube। জুন ৭, ২০২০। সংগ্রহের তারিখ জুলাই ২৬, ২০২০।
- "Tomak tomak bou banabo"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯।
- "Jodi bhalobaso amai"। ২৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯।
- "Moroner Kacha Kachi Ami Jay | S.I.Tutul & Samina Chowdhury | Bangla Movie Song | Tomake Bou Banabo"।
- "Rupbane Nache Komor Dulaiya | ft Shabnur , Misha Sawdagor | by Mila | Tomake Bou Banbo"।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.