তৈলাফাং ঝর্ণা
তৈলাফাং ঝর্ণা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত। এটি খাগড়াছড়ি জেলার নতুন ঝর্ণাগুলোর মাঝে একটি। বর্ষাকালে ঝর্ণার পানি প্রবাহ বছরের অন্যান্য সময়ের তুলনায় বৃদ্ধি পায়।[1] [2]
অবস্থান
এটি পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার কাতালমনি ত্রিপুরা পাড়ায় অবস্থিত।[3] ঝর্ণাটি প্রায় ৫০ ফুট উঁচু আর ২০ ফুট প্রশস্ত।[4]
এই ঝর্ণায় পৌঁছানোর একাধিক পথ আছে যার মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি হয়ে রয়েছে একটি পথ এবং পানছড়ি উপজেলার মরাটিলা দিয়েও রয়েছে আর একটি পথ|খাগড়াছড়ি সদর থেকে সিএনজি অথবা মাহেন্দ্রা করে কাতালমনি পাড়া-ভাইবোনছড়া সংযোগ সড়কে নামতে হবে। সেখান থেকে কাতালমনি পাড়ার দূরত্ব ৬/৭ কিলোমিটার। [5]
তথ্যসূত্র
- "ঘুরে আসুন তৈলাফাং ঝর্ণায়"। সিএইচটি টাইমস। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩।
- "ঘুরে আসুন তৈলাফাং ঝর্ণায়"। দৈনিক অধিকার। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩।
- "আহ্ ! তৈলাফাং ঝর্ণা"। পাহাড় ২৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩।
- কমল, সাগর চক্রবর্তী। "পর্যটকদের নতুন গন্তব্য 'তৈলাফাং' ঝরনা"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩।
- "পর্যটকদের নতুন গন্তব্য 'তৈলাফাং' ঝরনা"। সময় এখন। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.