তেহরন প্রদেশ

তেহরন প্রদেশ বা তেহরান প্রদেশ (ফার্সি: استان تهران, ওস্তনে তেহ্‌রন) ইরানের ৩০টি প্রদেশের একটি। ইরানের কেন্দ্রীয় মালভূমির উত্তরে প্রায় ১৯ হাজার বর্গকিমি এলাকা জুড়ে এর অবস্থান। প্রদেশটি উত্তরে মাজান্দারান, দক্ষিণে কোম, পূর্বে সেম্‌নান এবং পশ্চিমে মার্কাজিকাজভিন প্রদেশ। প্রদেশটির রাজধানী তেহরান সমগ্র ইরানেরও রাজধানী। প্রদেশটিতে ১৩টি শহর, ৪৩টি পৌর এলাকা, এবং ১৩৫৮টি গ্রাম আছে।

তেহরান প্রদেশ
استان تهران
অবস্থান
তথ্য
প্রশাসনিক কেন্দ্র:
  স্থানাংক:
তেহরান
  ৩৫.৭১১৭° উত্তর ৫১.৪০৭০° পূর্ব / 35.7117; 51.4070
আয়তন :১৮,৮১৪বর্গকিমি
জনসংখ্যা(২০০৫):
  জনঘনত্ব :
১২,১৫০,৭৪২
  ৬৪৫.৮/বর্গকিমি
শাহ্‌রেস্তানের সংখ্যা:১৩
সময় বলয়:UTC+3:30
প্রধান ভাষাসমূহ:ফার্সি,
মাজান্দারানিকুর্দি,
আজেরি,
অন্যান্য ইরানীয় ভাষাসমূহ

১৭৭৮ সালে কাজার রাজবংশ তেহরান শহরকে রাজধানী ঘোষণা করার পর প্রদেশটির গুরুত্ব বৃদ্ধি পায়। বর্তমানে আয়তনের দিক থেকে তেহরান বিশ্বের সবচেয়ে বড় ২০টি নগরীর একটি।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.