তেলেফনিকা

তেলেফনিকা (Telefónica, S.A.) একটি স্পেনীয় টেলিযোগাযোগ কোম্পানি। এটি বিশ্বের বৃহত্তম স্থায়ী-সংযোগ এবং মোবাইল টেলিযোগাযোগ কোম্পানিগুলির একটি। গ্রাহকসংখ্যার ভিত্তিতে এটি বিশ্বের ৩য় বৃহত্তম সংস্থা। কেবল চায়না মোবাইল এবং ভোডাফোন এক্ষেত্রে তেলেফনিকার চেয়ে এগিয়ে আছে। বাজার মূল্যের দিক থেকে এটি চায়না মোবাইল, এটিঅ্যান্ডটি ও ভোডাফোনের পরেই ৪র্থ স্থানে অবস্থিত।

Telefónica S.A.
ধরনPublic (BMAD: TEF, ইউরোনেক্সট: TEF, NYSE: TEF, টেমপ্লেট:LSE, FWB: TEF, TYO: 9481)
আইএসআইএনES0178430E18
শিল্পটেলিযোগাযোগ
প্রতিষ্ঠাকাল1924
সদরদপ্তর Madrid, Spain
প্রধান ব্যক্তি
César Alierta, CEO
পণ্যসমূহCommunication services
আয়56.441 billion (2007)[1]
সুদ ও করপূর্ব আয়
13.338 billion (2007)[1]
নীট আয়
8.906 billion (2007)[1]
মোট সম্পদ৯০,৭০,৭০,০০,০০০ মার্কিন ডলার (২০১৮) 
কর্মীসংখ্যা
244,052[1]
অধীনস্থ প্রতিষ্ঠানTelefónica de España
Telefónica Móviles
Telefónica O2 Europe
Terra Networks, S.A.
Vivo S.A.
ওয়েবসাইটwww.telefonica.com

তেলেফনিকা ১৯২৪ সালে সরকারী কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন এটি ছিল স্পেনের একমাত্র টেলিযোগাযোগ কোম্পানি। ১৯৯৭ সালে স্পেনীয় সরকার এটিকে বেসরকারী খাতে ছেড়ে দেয়। বর্তমানে এটি স্পেনের টেলিযোগাযোগ বাজারের তিন-চতুর্থাংশ নিয়ন্ত্রণ করে।

তথ্যসূত্র

  1. Informe 2007 (in Spanish) (পিডিএফ), ১২ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০০৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.