তেলিখাল ইউনিয়ন

তেলিখাল ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন[1][2][3]

তেলিখাল
ইউনিয়ন
৩নং তেলিখাল ইউনিয়ন পরিষদ
তেলিখাল
তেলিখাল
বাংলাদেশে তেলিখাল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°১′৪৯.০০১″ উত্তর ৯১°৪৩′৫৩.০০০″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাকোম্পানীগঞ্জ উপজেলা, সিলেট 
সরকার
  চেয়ারম্যানকাজী আব্দুল অদুদ আলফু মিয়া
আয়তন
  মোট৪৭.৪৪ বর্গকিমি (১৮.৩২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী)
  মোট২৩,৫৩৮
  জনঘনত্ব৫০০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩০.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ২৭ ৭১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

কোম্পানীগঞ্জ উপজেলা সদর হতে দুরত্ব-সড়ক পথে ৩ কিলোমিটার। [2]

ইতিহাস

১৯৯৭-৯৮ সালে উক্ত ইউনিয়ন পরিষদটি প্রতিষ্ঠা লাভ করে। কোম্পানীগঞ্জ উপজেলা ৩টি ইউনিয়ন নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে ভেঙ্গে ৬টি ইউনিয়নে রুপান্তরিত করা হয়। তার একটি ৩ নং তেলিখাল ইউনিয়ন পরিষদ। বৃহত্তর তেলিখাল ইউনিয়নের ভৌগালিক সীমা রেখা ছিল খুব বড় তাই ভাগ করে আরেকটি ইউনিয়ন গঠন করা হয়। সেই ইউনিয়নটির নাম ৪নং ইছাকলস ইউনিয়ন[2]

প্রশাসনিক এলাকা

গ্রামের সংখ্যা- ২৩টি। [2][4]

  • দলইরগাও পশ্চিম পাড়া
  • দলইরগাও মাঝপাড়া
  • দলইরগাও পূবপাড়া
  • তেলিখাল
  • ডাকাতির বাড়ী
  • লামনীগাও
  • বুড়িডহর
  • কোম্পানীগঞ্জ
  • টাইয়াপাগলা
  • ডাকাতিরবাড়ী
  • চাটিবহর
  • চাটিবহর টিল্লাপাড়া
  • কেচুটিল্লা

আয়তন ও জনসংখ্যা

আয়তন- ৪৭.৪৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা- ২৩৫৩৮ জন, ভোটার সংখ্যা- ১১,৫০৭ জন। [2]

শিক্ষা

শিক্ষার হার- ৩০.২%[2]

শিক্ষা প্রতিষ্ঠান

  • প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- সরকারী- ৪টি, বেসরকারী- ৮ টি
  • মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- বেসরকারী ৩ টি
  • মসজিদ ৪৫ টি, মন্দির- ৫টি

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- কাজী আব্দুল অদুদ আলফু মিয়া[2]

চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মজমিল আলী
০২ মক্রম মিয়া
০৩ সাইস্তা মিয়া
০৪ নুর মিয়া
০৫ আপ্তাব আলী কালা মিয়া
০৬ কাজী আব্দুল অদুদ আলফু মিয়া

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Union Parishad List"স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯
  2. "এক নজরে তেলিখাল ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯
  3. "কোম্পানীগঞ্জ উপজেলা (সিলেট)"বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯
  4. "আদমশুমারি রিপোর্ট"। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০০১।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.