তেনেরিফে

তেনেরিফে (স্পেনীয়: Tenerife) হল সাতটি ক্যানারি দ্বীপপুঞ্জের বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল দ্বীপ।[1]আটলান্টিক মহাসাগর একটি দ্বীপ অন্তর্গত হয় কানারি দ্বীপপুঞ্জ, স্পেন। এটি ৮৯৮.৬৮০ জন বাসিন্দারা এর একটি জনসংখ্যা স্পেন সবচেয়ে জনবহুল দ্বীপ এবং ক্যানারি দ্বীপপুঞ্জ সর্ববৃহৎ দ্বীপ আছে। রাজধানী সান্টা ক্রুজ দে তেনেরিফে হয়।

তেনেরিফে
দ্বীপ
এল তেইদে, তেনেরিফে।
এল তেইদে, তেনেরিফে।
তেনেরিফের পতাকা
পতাকা
তেনেরিফে স্পেন, কানারি দ্বীপপুঞ্জ-এ অবস্থিত
তেনেরিফে
তেনেরিফে
মানচিত্রে তেনেরিফের অবস্থান
স্থানাঙ্ক: ২৮°১৬′৭″ উত্তর ১৬°৩৬′২০″ পশ্চিম
দেশ স্পেন
স্বায়ত্বশাসিত কমিউনিটি কানারি দ্বীপপুঞ্জ
প্রদেশসান্তা ক্রুজ দে তেনেরিফে
রাজধানী ও বৃহত্তম শহরসান্টা ক্রুজ দে তেনেরিফে (Pop. ২২১,৯৫৬)
আয়তন
  মোট২,০৩৪ বর্গকিমি (৭৮৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১২)
  মোট৯,০৮,৫৫৫
  জনঘনত্ব৪৪২/বর্গকিমি (১,১৪০/বর্গমাইল)
  Ethnicitiesস্প্যানিশ অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠী
সময় অঞ্চলইউটিসি (ইউটিসি০)
  গ্রীষ্মকালীন (দিসস)ইউটিসি+১ (ইউটিসি+১)
সর্বোচ্চ বিন্দুতেইদে (৩,৭১৮ মিটার (১২,১৯৮ ফু))
ওয়েবসাইটwww.tenerife.es
তেনেরিফে এর ৩ডি চিত্র

দ্বীপে তেইদে জাতীয় উদ্যান যেখানে তেইদে, এর কেন্দ্রে স্পেনের সর্বোচ্চ পর্বত তেইদে পর্বত (৩,৭১৮ মি.) অবস্থিত। হয় এটি আটলান্টিক মহাসাগরের সর্বোচ্চ পর্বত এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম আগ্নেয়গিরি।

ভূপ্রকৃতি ও কৃষি

তেনেরিফে কিছু গ্রাম আছে প্রায় ২০০০ মিটার পাহাড়ের ওপরে। সামান্য কিছু সমতল রয়েছে সেখানে আর চারিদিক ঘেরা পাহাড়ে। পাহাড়ের গ্রামগুলোতে যাবার রাস্তা খুব ভয়ঙ্কর। সমতলে তাপ মাত্রা ডিসেম্বর মাসে ও ২৪/২৫ ডিগ্রি থাকে তাই পাহাড়ে মেঘের স্তরে ঠান্ডা আবহাওয়া থাকার জন্য মানুষ পাহাড়কে বেছে নিয়েছে বসবাস ও চাষাবাদের জন্য। পাহাড় কেটে চাষ হচ্ছে কমলা, কলা টমেটো আরো অন্যান্ন সব্জি। প্রায় সব বাগানেই প্রাচীর ও উপরে চট দিয়ে ঘেরা হয় সুর্যের আলো ও পাখি থেকে রক্ষা করার জন্য।

গ্যালারি

বিশিষ্ট ব্যক্তিত্ব

তথ্যসূত্র

  1. "Instituto Nacional de Estadística. (National Statistics Institute)"। Ine.es। ২০১৮-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৯-১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.