তেজগাঁও রেলওয়ে স্টেশন

তেজগাঁও রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে স্টেশন যা ঢাকা জেলার তেজগাঁও থানাতে অবস্থিত।[1][3]

তেজগাঁও রেলওয়ে স্টেশন
অবস্থানতেজগাঁও, ঢাকা জেলা
ঢাকা বিভাগ
 বাংলাদেশ
উচ্চতা১৪ মিটার[1]
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইননারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট
দূরত্ববনানী থেকে ৪ কিমি[1]
কমলাপুর থেকে ৫ কিমি[1]
অন্য তথ্য
অবস্থাসচল
স্টেশন কোডTJN[1]
অবস্থান
নারায়ণগঞ্জ–
বাহাদুরাবাদ ঘাট রেলপথ
বাহাদুরাবাদ ঘাট
দেওয়ানগঞ্জ বাজার
মোশারফগঞ্জ
ইসলামপুর বাজার
দুরমুঠ
মেলান্দহ বাজার
জামালপুর কোর্ট
জামালপুর
নান্দিনা
নরুন্দি
পিয়ারপুর
মশিউরনগর
নিমতলী বাজার
বিদ্যাগঞ্জ
বাইগনবাড়ী
ময়মনসিংহ রোড
ময়মনসিংহ জংশন
কৃষি বিশ্ববিদ্যালয়
সুতিয়াখালী
ফাতেমানগর
আহমদবাড়ী
আউলিয়ানগর
ধলা
গফরগাঁও
মশাখালী
কাওরাইদ
সাত খামাইর
শ্রীপুর
ইজ্জতপুর
রাজেন্দ্রপুর
ভাওয়াল গাজীপুর
জয়দেবপুর জংশন
ধীরাশ্রম
টঙ্গী জংশন
টঙ্গী–পাটুরিয়া রেলপথ
ঢাকা বিমানবন্দর
ঢাকা ক্যান্টনমেন্ট
বনানী
তেজগাঁও
ঢাকেশ্বরী
ফুলবাড়িয়া
কমলাপুর
গেন্ডারিয়া
শ্যামপুর বড়ইতলা
পাগলা
ফতুল্লা
চাষাঢ়া
নারায়ণগঞ্জ
সূত্র[2]

অবকাঠামো

স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্মটি প্রায় চারদিক থেকেই খোলা।[4] যাত্রীদের জন্য ১৫ আসনের একটি বিশ্রামাগার (দ্বিতীয় শ্রেণি) আছে।[4] টিকিট কাটার জন্য মোট তিনটি কাউন্টার রয়েছে, যার মধ্যে দুটি পুরুষ এবং একটি মহিলা ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য।[5]

সমালোচনা

দূর্বল অবকাঠামো, পর্যাপ্ত লোকবলের অভাব, দূষিত পরিবেশ এবং নিরাপত্তাহীনতার কারনে তেজগাঁও রেলওয়ে স্টেশন প্রায়ই সমালোচিত।[3][6] গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, চলন্ত ট্রেনে অধিকাংশ ছিনতাইয়ের ঘটনা তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ঘটছে।[6]

দুর্ঘটনা

  • ০৬/১০/২০১৯: বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা থেকে নোয়াখালীগামী একটি ট্রেন তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।[7]

তথ্যসূত্র

  1. "Tejgaon Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-২০
  2. বাংলাদেশ রেলওয়ে
  3. "হাজারো সমস্যা আর জোড়াতালির নাম তেজগাঁও রেল স্টেশন!"বাংলানিউজ২৪.কম। ২০১৭-১২-১৮। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯
  4. "তেজগাঁও রেলস্টেশনে দুর্ভোগ"প্রথম আলো। ২০১৫-১০-৩১। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯
  5. "People endure sufferings at Tejgaon station to collect train tickets" [ট্রেনের টিকিট সংগ্রহ করতে তেজগাঁও স্টেশনে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে]বিডিনিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-২৬। সংগ্রহের তারিখ ২০২০-১১-২১
  6. "বাড়ছে চলন্ত ট্রেনে ছিনতাই, উদ্বেগ"দেশ রুপান্তর। ২০১৯-০৭-১৮। সংগ্রহের তারিখ ২০২০-১১-২১
  7. "Train derails at Dhaka's Tejgaon" [ঢাকার তেজগাঁওতে ট্রেন লাইনচ্যুত]বাংলা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-০৬। সংগ্রহের তারিখ ২০২০-১১-২০

বহিঃসংযোগ

উইকিমিডিয়া কমন্সে Tejgaon Railway Station সম্পর্কিত মিডিয়া দেখুন।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.