তৃতীয় জাতীয় সংসদ

তৃতীয় জাতীয় সংসদ (১০ জুলাই ১৯৮৬ - ৬ ডিসেম্বর ১৯৮৭) ১৯৮৬ সালের ৭ মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়।[1] বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন বর্জন করে। রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং মিজানুর রহমান চৌধুরীকে প্রধান করে সরকার গঠন করে। ১০ জুলাই সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ জন ও সংরক্ষিত মহিলা আসনের ৩০ জনসহ মোট ৩৩০ জন সংসদ সদস্য নিয়ে তৃতীয় সংসদ যাত্রা শুরু করে।[2] এ সংসদ ১ বছর ৫ মাস স্থায়ী ছিল।[3] শামসুল হুদা চৌধুরী সংসদের স্পিকার এবং মোঃ কোরবান আলী ডেপুটি স্পিকার নির্বাচিত হন।[2]

তৃতীয় জাতীয় সংসদ
প্রতীক বা লোগো
জাতীয় সংসদের সিলমোহর
লোগো
জাতীয় সংসদের পতাকা
ধরন
ধরন
এককক্ষ বিশিষ্ট
মেয়াদসীমা১ বছর ৫ মাস
ইতিহাস
শুরু১০ জুলাই ১৯৮৬ (1986-07-10)
বিলুপ্তি ডিসেম্বর ১৯৮৭ (1987-12-06)
পূর্বসূরীদ্বিতীয় জাতীয় সংসদ
উত্তরসূরীচতুর্থ জাতীয় সংসদ
নেতৃত্ব
ডেপুটি স্পীকার
গঠন
আসন৩৩০
রাজনৈতিক দল
সরকার(১৫৩)

বিরোধী দল(১১৫)

অন্যান্য

  •      স্বতন্ত্র(৩২)
  •      মহিলা(৩০)
নির্বাচন
সর্বশেষ নির্বাচন
তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন
পরবর্তী নির্বাচন
চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন
সভাস্থল
জাতীয় সংসদ ভবন,
শের-ই-বাংলা নগর, ঢাকা,
বাংলাদেশ
ওয়েবসাইট
http://www.parliament.gov.bd/

৭৬ আসন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধীদলের মর্যাদা পায় এবং শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন।

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ

নাম আলোকচিত্র পদবী কার্যকাল রাজনৈতিক দল
শামসুল হুদা চৌধুরী স্পিকার ১০ জুলাই ১৯৮৬ - ২৪ এপ্রিল ১৯৮৮ জাতীয় পার্টি
মোঃ কোরবান আলী ডেপুটি স্পিকার ১০ জুলাই ১৯৮৬ - ২৪ এপ্রিল ১৯৮৮ জাতীয় পার্টি
মিজানুর রহমান চৌধুরী ৯ জুলাই ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮ জাতীয় পার্টি
কাজী জাফর আহমেদ সংসদ উপনেতা ৯ জুলাই ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮ জাতীয় পার্টি
ফজলে রাব্বি চৌধুরী চীফ হুইপ ১০ জুলাই ১৯৮৬ - ২৪ এপ্রিল ১৯৮৮ জাতীয় পার্টি
তাজুল ইসলাম চৌধুরী হুইপ ৯ জুলাই ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮ জাতীয় পার্টি
হাসিন বানু শিরিন হুইপ ৯ জুলাই ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮ জাতীয় পার্টি
ডাঃমঈন উদ্দিন আহমেদ মন্টু হুইপ ৯ জুলাই ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮ জাতীয় পার্টি
টি. এম. গিয়াস উদ্দিন আহমেদ হুইপ ৯ জুলাই ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮ জাতীয় পার্টি
শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা ৯ জুলাই ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮ বাংলাদেশ আওয়ামী লীগ
আব্দুল মালেক উকিল বিরোধীদলীয় উপনেতা ৯ জুলাই ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮ বাংলাদেশ আওয়ামী লীগ
আব্দুল জলিল বিরোধীদলীয় চিফ হুইপ ৯ জুলাই ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮ বাংলাদেশ আওয়ামী লীগ
মোহাম্মদ নাসিম বিরোধীদলীয় হুইপ ৯ জুলাই ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮ বাংলাদেশ আওয়ামী লীগ
মোশাররফ হোসেন বিরোধীদলীয় হুইপ ৯ জুলাই ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮ বাংলাদেশ আওয়ামী লীগ

তথ্যসূত্র

  1. "Tenure of All Parliaments"www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০
  2. "প্রাক্তন সংসদসমূহ" (পিডিএফ)জাতীয় সংসদ। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০
  3. "জাতীয় সংসদ"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.