তুষভান্ডার ইউনিয়ন
৩নং তুষভান্ডার ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
তুষভান্ডার ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৩নং তুষভান্ডার ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | লালমনিরহাট জেলা |
উপজেলা | কালীগঞ্জ উপজেলা, লালমনিরহাট |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৪ |
আয়তন | |
• মোট | ৩২ বর্গকিমি (১২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৫৬,২৯৮ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৮০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
নামকরণ
তুষভান্ডার মৌজা ও গ্রামের নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় তুষভান্ডার ইউনিয়ন।
গ্রাম ও মৌজা
ইউনিয়নটিতে মোট মৌজার সংখ্যা ৯টি ও গ্রামের সংখ্যা ১১টি - কাশীরাম, বৈরাতী, চর-বৈরাতী, দক্ষিণ ঘনেশ্যাম, উত্তর ঘনেশ্যাম, পাইকানটারী, তুষভান্ডার, মাঝিপাড়া, সুন্দ্রাহবী, তালুক বানীনগর, কাঞ্চনশ্বর।[2]
অন্যান্য তথ্য
- মসজিদ - ৯৫টি ।
- ঈদগাহ মাঠ - ১৮টি ।
- এতিম খানা - ০৪টি ।
- মন্দির - ২৬টি ।
- শ্মশান- ০৬টি ।
- হাসপাতাল - ০১টি ।
- টিকাদান কেন্দ্র - ২৪টি
- কবরস্থান = ১ টি
- হাটবাজার-৯টি
- ক্রীড়া সংগঠন-১টি
- এনজিও : আশা, ছায়াপথ, ব্রাক, গ্রামীনব্যংক ইত্যাদি।[2]
শিক্ষা
- মহাবিদ্যালয় - ০২টি ।
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ০১টি ।
- সরকারী উচ্চ বিদ্যালয় - ০২টি ।
- বেসরকারী উচ্চ বিদ্যালয় - ০৫টি ।
- সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৯টি ।
- বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় _ ১৪টি ।
- সিনিয়র মাদ্রাসা - ০২টি ।
- দাখিল মাদ্রাসা - ০৬টি ।
- এবতেদায়ী মাদ্রাসা - ১০টি ।
- হাফিজিয়া মাদ্রাসা - ০৯টি ।
- শিশু নিকেতন - ০৪টি । [2]
- এতিম খানা - ০৪টি
জমি
মোট জমি - ৩৪৮০ হেক্টর ।
- আবাদী জমি - ৯৯৫ হেক্টর ।
- অনাবাদী জমি - ২১৪ হেক্টর ।
- পতিত জমি - ৫০ হেক্টর ।
- জলাশয় - ২৭ হেক্টর ।
- একফসলী জমি - ৮৭ হেক্টর ।
- দুই ফসলী জমি - ৪৪৪০ হেক্টর ।
- তিন ফসলী জমি - ১৭৬৪ হেক্টর ।[2]
প্রখ্যাত ব্যক্তি
দর্শনীয়
তথ্যসূত্র
- উপজেলা, কালীগঞ্জ (৩১ জুলাই ২০২১)। "কালীগঞ্জ উপজেলা"। কালীগঞ্জ উপজেলা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১।
- ইউনিয়ন, তুষভান্ডার (৩১ জুলাই ২০২১)। "তুষভান্ডার ইউনিয়ন"। তুষভান্ডার ইউনিয়ন। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.