তুষভান্ডার ইউনিয়ন

৩নং তুষভান্ডার ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]

তুষভান্ডার ইউনিয়ন
ইউনিয়ন
৩নং তুষভান্ডার ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলালালমনিরহাট জেলা
উপজেলাকালীগঞ্জ উপজেলা, লালমনিরহাট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকাল১৯৪৪
আয়তন
  মোট৩২ বর্গকিমি (১২ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৫৬,২৯৮
  জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৮০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নামকরণ

তুষভান্ডার মৌজা ও গ্রামের নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় তুষভান্ডার ইউনিয়ন।


গ্রাম ও মৌজা

ইউনিয়নটিতে মোট মৌজার সংখ্যা ৯টি ও গ্রামের সংখ্যা ১১টি - কাশীরাম, বৈরাতী, চর-বৈরাতী, দক্ষিণ ঘনেশ্যাম, উত্তর ঘনেশ্যাম, পাইকানটারী, তুষভান্ডার, মাঝিপাড়া, সুন্দ্রাহবী, তালুক বানীনগর, কাঞ্চনশ্বর।[2]

অন্যান্য তথ্য

  • মসজিদ - ৯৫টি ।
  • ঈদগাহ মাঠ - ১৮টি ।
  • এতিম খানা - ০৪টি ।
  • মন্দির - ২৬টি ।
  • শ্মশান- ০৬টি ।
  • হাসপাতাল - ০১টি ।
  • টিকাদান কেন্দ্র - ২৪টি
  • কবরস্থান = ১ টি
  • হাটবাজার-৯টি
  • ক্রীড়া সংগঠন-১টি
  • এনজিও : আশা, ছায়াপথ, ব্রাক, গ্রামীনব্যংক ইত্যাদি।[2]

শিক্ষা

  • মহাবিদ্যালয় - ০২টি ।
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ০১টি ।
  • সরকারী উচ্চ বিদ্যালয় - ০২টি ।
  • বেসরকারী উচ্চ বিদ্যালয় - ০৫টি ।
  • সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৯টি ।
  • বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় _ ১৪টি ।
  • সিনিয়র মাদ্রাসা - ০২টি ।
  • দাখিল মাদ্রাসা - ০৬টি ।
  • এবতেদায়ী মাদ্রাসা - ১০টি ।
  • হাফিজিয়া মাদ্রাসা - ০৯টি ।
  • শিশু নিকেতন - ০৪টি । [2]
  • এতিম খানা - ০৪টি

জমি

মোট জমি - ৩৪৮০ হেক্টর ।

  • আবাদী জমি - ৯৯৫ হেক্টর ।
  • অনাবাদী জমি - ২১৪ হেক্টর ।
  • পতিত জমি - ৫০ হেক্টর ।
  • জলাশয় - ২৭ হেক্টর ।
  • একফসলী জমি - ৮৭ হেক্টর ।
  • দুই ফসলী জমি - ৪৪৪০ হেক্টর ।
  • তিন ফসলী জমি - ১৭৬৪ হেক্টর ।[2]

প্রখ্যাত ব্যক্তি

দর্শনীয়

আরও দেখুন

তথ্যসূত্র

  1. উপজেলা, কালীগঞ্জ (৩১ জুলাই ২০২১)। "কালীগঞ্জ উপজেলা"কালীগঞ্জ উপজেলা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১
  2. ইউনিয়ন, তুষভান্ডার (৩১ জুলাই ২০২১)। "তুষভান্ডার ইউনিয়ন"তুষভান্ডার ইউনিয়ন। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.