তুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ

তুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ (আরবি: ترکي بن عبدالله) (১৭৫৫–১৮৩৪) ছিলেন দ্বিতীয় সৌদি রাষ্ট্র নজদ আমিরাতের প্রতিষ্ঠাতা। তিনি ১৮২৩ থেকে ১৮৩৪ সাল পর্যন্ত নজদ শাসন করেছেন।[1] সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ ইবনে সৌদ তার প্রপৌত্র।

তুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ আল সৌদ
উপাধিতুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ আল সৌদ
জন্ম১৭৫৫
মৃত্যু১৮৩৪

পরিবার

তুর্কির পিতা আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন সৌদ ছিলেন প্রথম সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন সৌদের পুত্র এবং আবদুল আজিজ বিন মুহাম্মদের ছোট ভাই।[2]

তথ্যসূত্র

  1. Vassiliev 2013
  2. Winder 1965, p. 60.

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ

পূর্বসূরী
নতুন দপ্তর
দ্বিতীয় সৌদি রাষ্ট্রের ইমাম
১৮২৩–১৮৩৪
উত্তরসূরী
ফয়সাল বিন তুর্কি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.