তুর্কি ফুটবল ফেডারেশন
তুর্কি ফুটবল ফেডারেশন (তুর্কি: Türkiye Futbol Federasyonu, ইংরেজি: Turkish Football Federation; এছাড়াও সংক্ষেপে টিএফএফ নামে পরিচিত) হচ্ছে তুরস্কের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার বছরেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩৯ বছর পর ১৯৬২ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত।
উয়েফা | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯২৩[1] |
সদর দপ্তর | ইস্তাম্বুল, তুরস্ক |
ফিফা অধিভুক্তি | ১৯২৩[2][1] |
উয়েফা অধিভুক্তি | ১৯৬২[2] |
সভাপতি | নিহাত ওজদেমির |
সহ-সভাপতি | সের্ভেত ইয়ারদিমচি |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি তুরস্কের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সুপার লীগ, তুর্কি কাপ এবং তুর্কি সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে তুর্কি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন নিহাত ওজদেমির এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কাদির কারদাস।
তুর্কি ফুটবল লীগ পদ্ধতি
তুর্কি ফুটবল লীগ পদ্ধতিটি আট স্তরে বিভক্ত, যা শীর্ষ স্তর সুপার লীগ হতে স্থানীয় শৌখিন বিভাগ পর্যন্ত বিস্তৃত।
সভাপতি
- ১৮ আগস্ট ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।[3]
|
|
|
|
কর্মকর্তা
- ৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | নিহাত ওজদেমির |
সহ-সভাপতি | সের্ভেত ইয়ারদিমচি |
সাধারণ সম্পাদক | কাদির কারদাস |
কোষাধ্যক্ষ | |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | হাকান ইয়াসার |
প্রযুক্তিগত পরিচালক | তোলুনায় কাফকাস |
ফুটসাল সমন্বয়কারী | তিমুচিন কালেন্দার |
জাতীয় দলের কোচ (পুরুষ) | সেনোল গুনেস |
জাতীয় দলের কোচ (নারী) | নেকলা কিরাগাসি |
রেফারি সমন্বয়কারী | জেকেরিয়া আল্প |
তথ্যসূত্র
- "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০।
- "TFF » İş Ortakları" (তুর্কি ভাষায়)। Turkish Football Federation। ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০।
- "TFF Başkanlarının Dönemleri ve Yönetim Kurulları" [Periods of TFF Presidents and Board of Directors] (তুর্কি ভাষায়)। Turkish Football Federation। ১৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (তুর্কি)
- তুর্কি ফুটবল (ইংরেজি)
- ফিফা-এ তুর্কি ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জানুয়ারি ২০১৯ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ তুর্কি ফুটবল ফেডারেশন (ইংরেজি)