তীক্ষ্ণলেজা চেওয়া
তীক্ষ্ণলেজা চেওয়া (বৈজ্ঞানিক নাম: Pseudapocryptes elongatus) (ইংরেজি: Pointed-tailed Goby) হচ্ছে Gobiidae পরিবারের Pseudapocryptes গণের একটি স্বাদুপানির মাছ।
Pseudapocryptes elongatus | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Perciformes |
পরিবার: | Gobiidae |
উপপরিবার: | Oxudercinae |
গণ: | Pseudapocryptes |
প্রজাতি: | P. elongatus |
দ্বিপদী নাম | |
Pseudapocryptes elongatus Cuvier, 1816 | |
প্রতিশব্দ | |
|
বর্ণনা
তীক্ষ্ণলেজা চেওয়া মাছ দেখতে লম্বা, সামনের দিক চোঙাকৃতির; তবে পিছনের অংশ চাপা। মাছের দেহের উপরের দিকে সবুজাভ ও অসংখ্য ছােট ছােট বাদামী দাগযুক্ত। নিচের দিক থেকে অনেকগুলি তির্যক কালাে ডােরা নিচের দিকে নামানো। দ্বিতীয় পৃষ্ঠপাখনা এবং পুচ্ছপাখনায় কয়েকসারি দাগ থাকে। পুচ্ছপাখনার গােড়ার উপরের অংশে একটি চিহ্ন থাকে।[2]
বিস্তৃতি
এই মাছ বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হাইতি, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনাম পর্যন্ত বিস্তৃত।[2]
আবাসস্থল
তীক্ষ্ণলেজা চেওয়া প্রজাতিকে তলদেশবাসী মাছ বলা হয়; স্বাদু ও লােনা উভয় পানিতে এদের অভিপ্রায়ন ঘটে, আবার এরা বায়ুশ্বাসী প্রাণী। এই মাছ মােহনা ও নদীর কিনারায় অর্থাৎ কর্দমাক্ত ভূমিতে, যেখানে জোয়ার-ভাটার প্রভাব থাকে সেখানে পাওয়া যায়। গােবি মাছের মতােই এরা সাধারণত তলদেশে বিশ্রাম নেয়, মাঝে মাঝে শ্রোণীপাখনায় ভর করে বসে থাকে। আবার দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে।[2]
বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়। [2]
মন্তব্য
বাংলাদেশের চাঁদপুরের নিকট মেঘনা নদী থেকে সর্ব্বোচ্চ ২১ সেমি দৈর্ঘ্যের মাছ পাওয়া গিয়েছিল। এই মাছ পানি থেকে কয়েক গজ দূরে কাদায় মোচ্ছানোর ভঙ্গিতে চলে। ভারতে এই প্রজাতির ক্রোমোজমের সংখ্যা ৩৮ পাওয়া গিয়েছে।[2]
আরও দেখুন
তথ্যসূত্র
- Jenkins A., Kullander F.F. & Tan H.H. 2009. Pseudapocryptes elongatus. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2.<www.iucnredlist.org>. Downloaded on ngày 1 tháng 5 năm 2013.
- এ কে আতাউর রহমান, মহিত মোরশেদ (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৬৬–২৬৭। আইএসবিএন 984-30000-0286-0
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।