তিরহুত বিভাগ
তিরহূত বিভাগ হল ভারতের বিহার রাজ্যের একটি প্রশাসনিক বিভাগ। এই বিভাগের সদর শহর মজফফরপুর। পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, মুজফফরপুর, সীতামঢ়ী, শিওহর ও বৈশালী জেলা – এই ছয়টি জেলা নিয়ে তিরহূত জেলা গঠিত।
তিরহূত বিভাগ, বিহার तिरहुत प्रमंडल, बिहार | |
---|---|
প্রতিষ্ঠা | ১৯০৮ |
জেলা | পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, মুজফফরপুর, সীতামঢ়ী, শিওহর ও বৈশালী জেলা |
সদর | মজফফরপুর |
জনসংখ্যা | ২১,৩৫৬,০৪৫ |
ওয়েবসাইট | tirhut-muzaffarpur |
তিরহূত বিভাগের পশ্চিম চম্পারণ জেলা থেকে ১৯১৬ সালে মহাত্মা গান্ধী স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন। এই বিভাগ রাজেন্দ্রপ্রসাদ, জে. বি. কৃপালনি ও জয়প্রকাশ নারায়ণের ‘কর্মভূমি’ নামে পরিচিত। বিশিষ্ট লেখক জর্জ অরওয়েল এই বিভাগের মোতিহারি শহরে জন্মগ্রহণ করেছিলেন।
আরও দেখুন
- বিহারের বিভাগগুলির তালিকা
- তিরহূত
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.