তিন দেবিয়াঁ

তিন দেবিয়াঁ (হিন্দি: तीन देवियाँ, অনুবাদ 'তিন দেবীরা') হচ্ছে ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। অমরজিতের প্রযোজনা এবং পরিচালনায় চলচ্চিত্রটিতে দেব আনন্দ ছিলেন নায়কের ভূমিকায়[1] আর নায়িকা ছিলেন তিনজনঃ কল্পনা মোহন, সিমি গারেওয়াল এবং নন্দা। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন শচীন দেব বর্মণ এবং মূলত তার সঙ্গীতের জন্যই চলচ্চিত্রটি সুনাম অর্জন করে।[2]

তিন দেবিয়াঁ
পোস্টার
পরিচালকঅমরজিৎ
প্রযোজকঅমরজিৎ
রচয়িতাব্রজেন্দ্র গৌর
শ্রেষ্ঠাংশেদেব আনন্দ
কল্পনা মোহন
সিমি গারেওয়াল
নন্দা
বর্ণনাকারীআমিন সায়ানি
সুরকারশচীন দেব বর্মণ
চিত্রগ্রাহকপ্রতাপ সিনহা
সম্পাদকপ্রাণ মেহরা
পরিবেশকশেমারু
মুক্তি
  •  জানুয়ারি ১৯৬৫ (1965-01-01)
দৈর্ঘ্য১২৫ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

অভিনয়ে

গানের তালিকা

গানকণ্ঠশিল্পী
১ "এ্যাসে তো না দেখো" মোহাম্মদ রফি
২ "আরে ইয়ার মেরি তুম ভি হো" কিশোর কুমার,
আশা ভোঁসলে
৩ "কাহিঁ বেখায়াল হো কার" মোহাম্মদ রফি
৪ "খোয়াব হো তুম ইয়া কোই হাকিকত" কিশোর কুমার
৫ "লিখা হ্যায় তেরি আখো মেঁ" কিশোর কুমার
লতা মঙ্গেশকর
৬ "উফ কিতনি ঠাণ্ডি হ্যায় ইয়ে রুত" লতা মঙ্গেশকর
কিশোর কুমার

তথ্যসূত্র

  1. "Dev Anand's magic, 97 years young (Lead)"menafn.com। ২৬ সেপ্টেম্বর ২০২০।
  2. Mamta Raut (৩০ সেপ্টেম্বর ২০২০)। "SD Burman's Birthday Anniversary: Song Quiz Based On Iconic Music Maestro's Career"republicworld.com

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.