তিতাস (দ্ব্যর্থতা নিরসন)
তিতাস শব্দটি দিয়ে বোঝানো হতে পারে:
- নদ-নদী
- তিতাস নদী — ত্রিপুরায় উৎপন্ন হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যদিয়ে প্রবাহিত নদী।
- পুরনো তিতাস নদী — কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার মধ্যদিয়ে প্রবাহিত নদী।
- গ্যাসক্ষেত্র
- তিতাস গ্যাসক্ষেত্র — বাংলাদেশের একটি গ্যাসক্ষেত্র।
- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড — বৃহত্তর ঢাকা, বৃহত্তর ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে গ্যাস সঞ্চালন ও বিতরণকারী কোম্পানি।
- প্রশাসনিক একক
- তিতাস উপজেলা — কুমিল্লা জেলার একটি উপজেলা।
- তিতাস থানা — কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত বাংলাদেশের একটি পুলিশ থানা।
- সাহিত্য-চলচ্চিত্র
- তিতাস একটি নদীর নাম — অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস।
- তিতাস একটি নদীর নাম (চলচ্চিত্র) — একই নামের উপন্যাস অবলম্বনে ঋত্বিক ঘটক পরিচালিত ১৯৭৩ সালের বাংলাদেশী নাট্যধর্মী চলচ্চিত্র।
- অন্যান্য
- তিতাস জিয়া — একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা।
- তিতাস কমিউটার — বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন।
- টি স্পোর্টস (তিতাস স্পোর্টস) — বাংলাদেশের একটি ক্রিড়া ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আরও দেখুন
- "তিতাস" দিয়ে শুরু হওয়া সকল পাতা
- "তিতাস" ধারণকারী শিরোনামসহ সমস্ত পাতা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.