তাহির নাক্কাস
তাহির নাক্কাস (উর্দু: طاہر نقاش; জন্ম: ৬ জুন, ১৯৫৯) পাঞ্জাবের লাহোর এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮০ থেকে ১৯৮৫ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[1][2][3]
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | তাহির নাক্কাস | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ৬ জুন, ১৯৫৯ লাহোর, পাঞ্জাব, পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৯২) | ৫ মার্চ ১৯৮২ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ৯ ফেব্রুয়ারি ১৯৮৫ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৩৬) | ১৯ ডিসেম্বর ১৯৮০ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ৩ নভেম্বর ১৯৮৫ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩ মে ২০২০ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে লাহোর, মুসলিম কমার্শিয়াল ব্যাংক, পাঞ্জাব ও সার্ভিস ইন্ডাস্ট্রিজ দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন তিনি।
খেলোয়াড়ী জীবন
১৯৭৫-৭৬ মৌসুম থেকে ১৯৮৮-৮৯ মৌসুম পর্যন্ত তাহির নাক্কাসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
সমগ্র খেলোয়াড়ী জীবনে পনেরোটি টেস্ট ও চল্লিশটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন তাহির নাক্কাস। ৫ মার্চ, ১৯৮২ তারিখে করাচীতে সফরকারী শ্রীলঙ্কা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৯ ফেব্রুয়ারি, ১৯৮৫ তারিখে ডুনেডিনে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
১৯৮৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় আসরে অংশ নেন। এ পর্যায়ে তার দল সেমি-ফাইনালে অগ্রসর হয়েছিল। সবগুলো খেলাই পাকিস্তানের অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে খেলেছিলেন।
তথ্যসূত্র
- "Players / Pakistan / ODI caps"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০।
- "Pakistan ODI Batting Averages"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০।
- "Pakistan ODI Bowling Averages"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০।
আরও দেখুন
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে তাহির নাক্কাস (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে তাহির নাক্কাস (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)