তাসের ঘর

তাসের ঘর ভারতীয় বাংলা ভাষার একটি চলচ্চিত্র, যেটি ২০২০ সালের ৩ সেপ্টেম্বর সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পায়। সুদীপ্ত রায় পরিচালিত এই চলচ্চিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন[1][2]

তাসের ঘর
তাসের ঘর চলচ্চিত্রের পোস্টার
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসুদীপ্ত রায়
চিত্রনাট্যকারসুদীপ্ত রায়
শ্রেষ্ঠাংশেস্বস্তিকা মুখোপাধ্যায়
প্রযোজনা
কোম্পানি
চিলেকোঠা ফিল্মস
মুক্তি
  •  সেপ্টেম্বর ২০২০ (2020-09-03)
দৈর্ঘ্য৪৭ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

পটভূমি

চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে সুজাতা নামের উচ্চ-মধ্যবিত্ত পরিবারের একজন গৃহবধূকে নিয়ে, যিনি সর্বদা আটকে থাকেন তার চারপাশে থাকা নিজ পৃথিবীতে। এই গল্পটি সেই পৃথিবী নিয়েই। স্বস্তিকা, যিনি এর আগে আইকনিক ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো, দ্য স্টোনম্যান মার্ডারস এবং পাঁচ ফোড়ন সিজন ২-এর মতো বিভিন্ন প্রকল্পে হইচই-এর জন্য কাজ করেছেন, তিনি এই চলচ্চিত্রে মুখ্য চরিত্র সুজাতা'র ভূমিকায় অভিনয় করেছেন।[3][4][5][6]

ভারতে কোভিড-১৯ মহামারীর কারণে চলচ্চিত্রটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। চলচ্চিত্রের সম্পূর্ণ দৃশ্য ভারতে লকডাউন থাকাবস্থায় শ্যুট করা হয়েছিল।[7]

অভিনয়ে

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.