তালোড়া ইউনিয়ন

তালোড়া ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫০.১০.৩৩.৬৭।[2]

তালোড়া
ইউনিয়ন
৯ নং তালোড়া ইউনিয়ন পরিষদ
তালোড়া রেল স্টেশন
ডাকনাম: তালোড়া ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাদুপচাঁচিয়া উপজেলা 
আসনবগুড়া-৩
সরকার
  চেয়ারম্যানমেহেরুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী)
আয়তন[1]
  মোট২২.৯২ বর্গকিমি (৮.৮৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[1]
  মোট২৭,৭২৪
  জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৫.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

প্রাচীনকাল হতে তালগাছের পরিমাণ বেশি থাকায় এই নামকরণ করা হয়।

ভৌগোলিক অবস্থান ও আয়তন

দুপচাঁচিয়া উপজেলা সদর হতে ৬ কি.মি. দক্ষিণ দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৫৬৬৫ একর বা ২২.৯২ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা

তালোড়া ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। ইউনিয়নের গ্রামসমূহ হলো গাংবেলঘড়িয়া, গাড়ীবেলঘড়িয়া, মেঘা, দোগাছি, পরানপুর, পোরাঘাটা, কইল, খানপুর ও দেবখন্ড।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তালোড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৭৭২৪ জন[1], যার মধ্যে পুরুষ হল ১৩৫৮২ জন এবং নারী হল ১৪১৪২ জন।

অর্থনীতি ও যোগাযোগ

তালোড়া ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কৃষি ভিত্তিক কিছু মাঝারি শিল্প গড়ে উঠেছে তালোড়াতে যেমন পাল্প ফাক্টরি, অটো রাইস মিলস,সিলভার ফাক্টরি।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭
  2. "Rajshahi Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭

http://taloraup.bogra.gov.bd/bn/site/page/Kyzw-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.