তালশহর পূর্ব ইউনিয়ন
তালশহর পূর্ব বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি ইউনিয়ন।
তালশহর পূর্ব | |
---|---|
ইউনিয়ন | |
৭নং তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ | |
তালশহর পূর্ব তালশহর পূর্ব | |
স্থানাঙ্ক: ২৪°০′৫৮″ উত্তর ৯১°৫′১৬″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মনিরুল ইসলাম |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪০১ |
আয়তন
তালশহর পূর্ব ইউনিয়নের আয়তন ৩,১৫৩ একর (১২.৭৬ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তালশহর পূর্ব ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,৩৪৬ জন। এর মধ্যে পুরুষ ১২,২৫৫ জন এবং মহিলা ১৩,০৯১ জন। মোট পরিবার ৪,৬৯০টি।[1] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৯৮৬ জন।[2]
অবস্থান ও সীমানা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর-পশ্চিমাংশে তালশহর পূর্ব ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে নাটাই উত্তর ইউনিয়ন, পূর্বে সুহিলপুর ইউনিয়ন ও বুধল ইউনিয়ন, উত্তরে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন এবং পশ্চিমে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ও তালশহর পশ্চিম ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
তালশহর পূর্ব ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৫নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তালশহর পূর্ব ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.১%।[1]
শিক্ষা প্রতিষ্ঠান
- অষ্ট্রগ্রাম উচ্চ বিদ্যালয়
- তেলীনগর উচ্চ বিদ্যালয়
- তেলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তেলীনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- অষ্টগ্রাম মুর্শিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহনপুর সরকারি প্রথমিক বিদ্যালয়
- ধানসার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জালালপুর নোয়াজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুথাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
হাট-বাজার
৭নং তালশহর পুর্ব ইউনিয়ন এর মধ্যে মোহনপুর বাজার অনেক পুরাতন বাজার, যা অত্র ইউনিয়নের কেন্দ্রস্থলে অবস্থিত, এখানে সাপ্তাহিক ২দিন মঙ্গলবার এবং শুক্রবারে হাট জমে। আর পার্শ্ববর্তী গ্রাম তেলিনগর ও অষ্টগ্রামেও সাপ্তাহিক হাট বসে।
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।
- "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।