তারাছা ইউনিয়ন
তারাছা বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত রোয়াংছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
তারাছা | |
---|---|
ইউনিয়ন | |
২নং তারাছা ইউনিয়ন পরিষদ | |
তারাছা তারাছা | |
স্থানাঙ্ক: ২২°৯′৫৩″ উত্তর ৯২°১৬′২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | রোয়াংছড়ি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | উথোয়াইচিং মার্মা |
আয়তন | |
• মোট | ১২৯.৫০ বর্গকিমি (৫০.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮,৭৯৫ |
• জনঘনত্ব | ৬৮/বর্গকিমি (১৮০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২০.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬১০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
তারাছা ইউনিয়নের আয়তন ৩২,০০০ একর (১২৯.৫০ বর্গ কিলোমিটার)।[1] এটি রোয়াংছড়ি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তারাছা ইউনিয়নের মোট জনসংখ্যা ৮,৭৯৫ জন। এর মধ্যে পুরুষ ৪,৬২৫ জন এবং মহিলা ৪,১৭০ জন। মোট পরিবার ১,৯৮৯টি।[1]
অবস্থান ও সীমানা
রোয়াংছড়ি উপজেলার সর্ব-দক্ষিণে তারাছা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে রোয়াংছড়ি সদর ইউনিয়ন, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন ও রুমা সদর ইউনিয়ন; দক্ষিণে রুমা উপজেলার গ্যালেংগ্যা ইউনিয়ন; পশ্চিমে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন ও সুয়ালক ইউনিয়ন এবং উত্তরে বান্দরবান পৌরসভা ও বান্দরবান সদর উপজেলার বান্দরবান সদর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
তারাছা ইউনিয়ন রোয়াংছড়ি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রোয়াংছড়ি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বেতছড়া
- ঘেরাওমুখ
- নোয়াপতং মুখ
- ছাইংগ্যা
- তারাছা
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তারাছা ইউনিয়নের সাক্ষরতার হার ২০.৩%।[1] এ ইউনিয়নে ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[2]
- বেতছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আলেক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কদমপ্রুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাছালংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কোলমাছাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘেরাউমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছাইংগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডুলুঝিরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াপতং মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফাক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড়ইতলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তুলাছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেতছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেওফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেরাইপ্রুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোনাই কারবারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
তারাছা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবান-রোয়াংছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম চাঁদের গাড়ি।
খাল ও নদী
তারাছা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদী। এছাড়া রয়েছে তারাছা খাল।
হাট-বাজার
তারাছা ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল বেতছড়া বাজার এবং মুরুংগো বাজার।[3]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: উথোয়াইচিং মার্মা
আরও দেখুন
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯।
- "Schools/Colleges in ROWANGCHHARI - Bangladesh School, College Directory"। edu.review.net.bd।
- "হাট বাজার - রোয়াংছড়ি উপজেলা - রোয়াংছড়ি উপজেলা"। rowangchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।