তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি কলেজ
তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি কলেজ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্যে পৌর এলাকার একটি সরকারি কলেজ।[1][2][3]
ধরন | কলেজ |
---|---|
স্থাপিত | ১ জুলাই ১৯৭২ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ |
অধ্যক্ষ | মোহাম্মদ আব্দুল বারী মন্ডল |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৫৩ জন |
শিক্ষার্থী | ২০০০+ জন |
ঠিকানা | কুরশা মৌজা, তারাগঞ্জ উপজেলা , , |
ইআইআইএন | ১২৭৯৭৭, কলেজ কোড- ৩২১৪, অনার্স কোড- |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি,ও অন্যান্য |
ওয়েবসাইট | www |
ইতিহাস
১ জুলাই ১৯৭২ সালে স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিগণ প্রতিষ্ঠা করেন। প্রথমে ইন্টার কলেজ হিসাবে যাত্রা শুরু হয়। পরে ডিগ্রী পাস কোর্স এবং অনার্স কোর্স চালু হয়। ২০১৮ সালে কলেজটি সরকারি হয়। এমপিও কোড-৯১০৮১৩২০১।[3] এটি তারাগঞ্জ ওয়াকফ স্টেটের অধীন পরিচালিত হয়।
শিক্ষার স্তর
কলেজটিতে এইচএসসি ও ডিগ্রী স্তরে মানবিক, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা চালু আছে। অনার্স স্তরে বিষয় আছে- দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থানা।
সাংস্কৃতিক কর্মকান্ড
কলেজের অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে গান, কবিতা আবৃতি, রচনা, ইসলামি সংগীত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে। কয়েকবার উপজেলা ও জেলা পর্যায়ে কলেজটি শ্রেষ্ট প্রতিষ্ঠান হয়েছে।
ফলাফল
সুযোগ্য গভর্নিং বডির পরিচালনায় প্রতিবছর কলেজটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২১ সালে এইচএসসিতে ৯৩.৬৫% পাশ করে।[3]
ভবনের বিবরণ
- প্রশাসনিক ভবন-১টি।
- একাডেমিক ভবন-২টি।
- মসজিদ ১টি
অন্যান্য
- বিজ্ঞানাগার ১টি
- কম্পিউটার ল্যাব ১টি
- পাঠাগার ১টি
- শিক্ষক কনফারেন্স রুম ১টি।
তথ্যসূত্র
- "Taraganj Degree College"। tarac.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৬।
- "সরকারি হলো ২৭১ কলেজ"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৬।
- "Taragonj Wake Estate Degree College - Sohopathi" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৬।