তারাক মেহতা কা উল্টা চশমা
তারাক মেহতা কা উল্টা চশমা (বাংলা: তারক মেহতার উল্টো চশমা) ভারতের জনপ্রিয় একটি কৌতুক টেলিভিশন ধারাবাহিক, যা সাব টিভিতে সোমবার থেকে শুক্রবার রাত ৮:৩০ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) প্রচার করা হয়। অনুষ্ঠানটি হাসির পাশাপাশি নানাভাবে শিক্ষাও দিয়ে থাকে। এটি গোকুলধাম নামক একটি সোসাইটি নিয়ে নির্মিত গল্প, যেখান সব রকমের মানুষ একটি পরিবারের মতো বাস করে।
তারাক মেহতা কা উল্টা চশমা | |
---|---|
ধরন |
|
নির্মাতা | |
ভিত্তি | তারাক মেহতা দ্বারা লিখিত ‘দুনিয়া নে উন্ধা চশমা' |
লেখক |
|
পরিচালক |
|
অভিনয়ে | নিচে দেখুন |
উদ্বোধনী সঙ্গীত | তারাক মেহতা কা উল্টা চশমা |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৩৩৯৯ (চলমান) |
নির্মাণ | |
প্রযোজক |
|
নির্মাণের স্থান | মুম্বাই লন্ডন হংকং গুজরাত প্যারিস ব্রাসেল্স |
ক্যামেরা সেটআপ | মাল্টি-ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ২০–২২ মিনিট |
নির্মাণ কোম্পানি | নীলা টেলি ফিল্মস |
পরিবেশক | সনি পিকচার্স নেটওয়ার্কস |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | সাব টিভি |
ছবির ফরম্যাট |
|
মূল মুক্তির তারিখ | ২৮ জুলাই ২০০৮ – বর্তমান |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
চরিত্রাবলি ও কাহিনীসংক্ষেপ
গোকুলধাম পাউডার গলি, গোরেগাঁও, মুম্বাই এর একটি আবাসিক সোসাইটি। সোসাইটিতে ৪টি উইং আছে: এ উইং, বি উইং, সি উইং, ডি উইং। যদিও সোসাইটিতে ৫০টি ফ্ল্যাট আছে, কিন্তু ধারাবাহিকে শুধুমাত্র ৮টি পরিবারে ঘটনাক্রম দেখায়:
- জেঠালাল চম্পকলাল গড়া গুজরাটের কচ্ছ জেলার একজন ইলেক্ট্রনিক্স দোকান মালিক।যে তার স্ত্রী দয়া, বাবা চম্পকলাল জয়ন্তিলাল গাড়া ও ছেলে ত্রিপেন্দ্র গড়া ওরফে টাপ্পুকে নিয়ে বি উইং-এ থাকে।
- যোধপুর, রাজস্থান-এর কথক তারক মেহতা ও তার স্ত্রী অঞ্জলি বি উইং এ থাকে।
- সোসাইটির একমেভ (একমাত্র) সেক্রেটারি রত্নগিরি, মহারাষ্ট্র থেকে আসা গৃহ শিক্ষক আত্মারাম তুকারাম ভিরে, তার স্ত্রী মাধবী ও মেয়ে সোনালিকা ওরফে সোনু এ উইং-এ থাকে।
- উত্তর প্রদেশ এর ডাক্তার হাঁসরাজ হাতি, তার স্ত্রী কোমল হাতি ও ছেলে গোলাবকুমার হাঁসরাজ হাতি ওরফে গোলি এ উইং এ থাকে।
- অমৃতসর, পাঞ্জাবের রোশান সিং সোধি, তার স্ত্রী যার নামও রোশান এবং ছেলে গুরুচরণ সিং রোশান সিং সোধি ওরফে গোগি এ উইং-এ থাকে।
- দক্ষিণ ভারতের বিজ্ঞানী কৃষনান আইয়ার ও তার বাঙালি স্ত্রী ববিতা সি উইং এ থাকে।
- অবিবাহিত সাংবাদিক পোপটলাল পান্ডে সি উইং-এ থাকে।
- পঙ্কজ দিওয়ান সাহায় ওরফে পিঙ্কু গুলমোহোর এপার্টমেন্ট নামক আরেকটি সোসাইটিতে থাকে।
এছাড়াও আরো কিছু চরিত্র আছে। যেমন: জেঠালালের স্ত্রী দয়ার ভাই সুন্দরলাল, সোসাইটির পাশের "অল ইন ওয়ান জেনারেল স্টোর" নামক একটি দোকান মালিক আব্দুল, জেঠালালের দোকানের কর্মচারী নটওয়ারলাল প্রভাশঙ্কর উধাইওয়ালা (নাট্টু কাকা) ও বাঘেশ্বর দাদুখ উধাইওয়ালা (বাঘা), বাঘার বাগদত্তা বাউরি ধন্দুলাল কানপুরিয়া, স্থানীয় থানার ইন্সপেক্টর চা.লু. পান্ডে এবং আরো কিছু ছোট ছোট চরিত্র।
সোসাইটির সকল সদস্যদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। এমন মনে হয় যেনো পুরোটাই একটি পরিবার। তবে সাধারণ ভারতীয় পরিবারের মতো এতেও কিছু ঝগড়াঝাঁটি হয়। তবে সবসময় সোসাইটির কোনো না কোনো সদস্য বিপদে থাকে। বিপদে সবাই সবাইকে সাহায্য করে।
অভিনয়
- দিলিপ যোশী - জেঠালাল চম্পকলাল গাড়া
- রাজ আনাদকাত - ত্রিপেন্দ্র জেঠালাল গাড়া / টাপু
- অমিত ভাট - চম্পকলাল জয়ন্তীলাল গাড়া
- শচীন শ্রফ - তারাক মেহতা
- সুনায়না ফজদার - অঞ্জলি তারাক মেহতা (এটিএম)
- তনুজ মহাশব্দে - কৃষ্ণাণ সুব্রাহ্মণিয়াম আইয়ার
- মুনমুন দত্ত - ববিতা কৃষ্ণান আইয়ার
- মান্দার চাঁদওয়াদকর - আত্মারাম তুকারাম ভিরে
- সোনালিকা জোশী - মাধবী আত্মারাম ভিরে
- পলক সিন্ধওয়ানি - সোনালিকা আত্মারাম ভিরে / সোনু
- বালবিন্দর সিং - সর্দার রোশন সিং হারজিৎ সিং সোধি
- জেনিফার মিস্ট্রি বান্সিওয়াল - রোশন কর রোশন সিং সোধি
- সময় শাহ - গুরুচরণ সিং রোশন সিং সোধি / গোগি
- নির্মল সনি - ডা. হাঁসরাজ হাতি
- অম্বিকা রঞ্জনকার - কমল হাঁসরাজ হাতি
- কুশ শাহ - গুলাবকুমার হাঁসরাজ হাতি / গোলি / গোয়া
- শ্যাম পাঠক - পত্রকার পোপাটলাল পান্ডে
- সরদ সংকলা - আব্দুল
- তন্ময় ভেকারিয়া - বাঘেশ্বর দাদুখ উদাইওয়ালা / বাঘা
- প্রিয়া আহুজা রাজদা - রিপোর্টার রিটা সাচদেব
- দয়া শঙ্কর পান্ডে - ইন্সপেক্টর চালু পান্ডে
- আজহার শেখ - পিঙ্কু
- ময়ূর ভাকানি - সুন্দর "ভীরা" লাল
প্রাক্তন অভিনেতা ও অভিনেত্রী
- দিলখুশ রিপোর্টার - রোশন কর রোশন সিং সোধি (২০১৩-২০১৬)
- লাড সিং মান - সর্দার রোশন সিং হারজিৎ সিং সোধি (২০১৩-২০১৬)
- ঝিল মেহতা - সোনালিকা আত্মারাম ভিড়ে / সোনু (২০০৮-২০১২)
- ভাব্য গান্ধী - ত্রিপেন্দ্র জেঠালাল গাড়া / টাপু (২০০৮-২০১৭)
- দিশা ভাকানি - দয়া জেঠালাল গাড়া (২০০৮-২০১৭; ২০১৮; ২০১৯)
- কবি কুমার আজাদ - ড. হাঁসরাজ হাতি (২০০৯-২০১৮)[1]
- নিধি ভানুশালি - সোনালিকা আত্মারাম ভিড়ে / সোনু (২০১২-২০১৯)
- মনিকা ভাদুরিয়া - বাউরী ধনদুলাল কানপুরিয়া (২০১৩-২০১৯)
- নেহা মেহতা - অঞ্জলি তারাক মেহতা (২০০৮-২০২০)
- গুরুচরণ সিং - সর্দার রোশন সিং হারজিৎ সিং সোধি (২০০৮-২০১৩; ২০১৪-২০২০)
- ঘনশ্যাম নায়ক - নাটওয়ারলাল প্রভাতশঙ্কর উদাইওয়ালা / নাট্টু কাকা (২০০৮-২০২১)
- শৈলেশ লোধা - তারাক মেহতা (২০০৮-২০২২)
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৮।