তামাবিল
তামাবিল হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তবর্তী একটি এলাকা, যা জাফলং যাবার ৪ কিলোমিটার আগে অবস্থিত।[1][2] এখান থেকে ভারতের পাহাড়, ঝর্ণা ছাড়াও অনেক দর্শনীয় স্থান অবলোকন করা যায়। তামাবিলের সবচেয়ে কাছের নদীটির নাম তাইরঙ্গল।
![](../I/Jahid_(13).jpg.webp)
অবস্থান
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় তামাবিল অবস্থিত।[3] বাংলাদেশের সিলেট শহর থেকে ৫৪ কিলোমিটার দূরে অবস্থিত তামাবিল হচ্ছে সিলেট-শিলং সড়কের একটি সীমান্ত চৌকি। এটি বাংলাদেশ এবং ভারতের মেঘালয় রাজ্যের মধ্যে অবস্থিত।[4] শিলিং থেকে এর দুরত্ব ৮২ কিলোমিটার এবং ঢাকা থেকে ৩০০ কিলোমিটার ।
দর্শনীয় স্থান
তামাবিল [5][6] বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখান থেকে সরাসরি ভারতের পাহাড়, পর্বত, ঝর্ণা, জলপ্রপাত দেখা যায়। সীমান্তের ওপারে অনেক গুলো জলপ্রপাত রয়েছে এই জলপ্রপাত গুলো বিকাল বেলা ও গোধূলির সময় দেখতে চমৎকার লাগে। নয়নাভিরাম এসব দৃশ্য দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় জমায় তামাবিল সীমান্তে। কয়লা ও সাদা পাথর সহ অন্যান্য পাথর এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয় যা সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থলপথ এর মাধ্যমে সরবরাহ করা হয় ,এটি বাংলাদেশের শেষ বাড়ি , যা বাংলাদেশ–ভারত সীমান্তে অবস্থিত, এবং জৈন্তা হিল রিসোর্টের জন্য বিখ্যাত।[7]
চিত্রসম্ভার
![](../I/Commons-logo.svg.png.webp)
- তামাবিল সীমান্ত
- সীমান্ত এলাকা
- জৈন্তা হিল রিসোর্ট
- বাংলাদেশের শেষ বাড়ির অন্য ছবি
তথ্যসূত্র
- "Tamabil: A beautiful border area on Sylhet-Shilong road"। দ্যা নিউজ টুডে। ২০১৩-০৫-০৪। ২০১৮-০৫-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৯, ২০১৬।
- Naureen Afrose। "The Charming Jaflong-Tamabil"। www.banglaview24.com। banglaview24.com। ২০ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৫, ২০১৬।
- "জৈন্তাপুর উপজেলা"। www.sylhet.gov.bd।
- Bindloss, Joe; Elliott, Mark; Horton, Patrick; James, Kate (২০০৯)। "Northeast of Dhaka"। Northeast India। Lonely Planet (প্রকাশিত হয় নভে ১, ২০০৯)। পৃষ্ঠা 300। আইএসবিএন 9781741793192। ওসিএলসি 731797886। সংগ্রহের তারিখ জুন ২৯, ২০১৬।
- "সিলেট-তামাবিল মহাসড়কে কয়েক হাজার গর্ত"। শামসুল হুদা। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪।
- "সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি কমেছে"। দৈনিক প্রথম আলো। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০১৩।
- "Jaintia Hill Resort, Tamabil, Sylhet"। www.vacationbd.com। vacationbd.com। জানুয়ারি ১১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৯, ২০১৬।