তাবেঈ তাবেঈন
তাবিঈ তাবিঈন বা তাবেঈ তাবেঈন (আরবি: تَابِعُو ٱلتَّابِعِينَ, একবচন আরবি: تَابِعُ ٱلتَّابِعِينَ) ইসলামি পরিভাষায় তাবেঈনদের পরবর্তী প্রজন্মকে বুঝানো হয়। সুন্নি ইসলামের মতে রাসুল এর পর যে তিনটি শ্রেষ্ঠ প্রজন্ম ছিল, তাবেঈ তাবেঈন তার শেষ প্রজন্ম।
সংজ্ঞা
তাবেঈ তাবেঈন ঐ ব্যক্তিকে বলা যাবে, যিনি অত্যন্ত একজন তাবেঈনের সাক্ষাৎ পেয়েছেন, তার থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন।
যারা সাহাবীদের পরের প্রজন্মের ব্যক্তি তাদেরকে তাবেঈষ বলা হয়েছে। তারা মুহাম্মাদের পরবর্তী বা সমসাময়ীক যুগের লোক ছিলেন তবে তাঁর সাথে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন না বরং কোন সাহাবীর সাথে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন, জানতেন। আর যারা তাবি'ঈগণের কারো সাথে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন, জানতেন তারাই হলেন তাবেঈ তাবেঈন বা দ্বিতীয় পর্যায়ের লোক।[1]
তাবেঈ তাবেঈন সম্পর্কে রাসূলের বাণী, "ইবনে মাসউদ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সর্বোত্তম মানুষ হচ্ছে- আমার প্রজন্ম। এরপর যারা আসবে তাঁরা। এরপর যারা আসবে তাঁরা। অতঃপর এমন কওম আসবে যাদের সাক্ষ্য হলফের পিছনে, হলফ সাক্ষ্যের পিছনে ছুটাছুটি করবে। ”"
তাবেঈ তাবেঈনগণের তালিকা
- সুফিয়ান আল তাওয়ারি (97–161 A.H.)
- সুফিয়ান ইবনে উয়াইনাহ (মৃত্যু. 198 A.H.)
- মালিক ইবনে আনাস
- ইমাম আবূ ইউসুফ
- মুহাম্মদ ইবনে হাসান শাইবানী
- আল-আহওয়াজি (d. 158 A.H.)
- আব্দুল্লাহ ইবনে মুবারক (118/726-797 AH/CE)
- মুহাম্মদ আল বুখারী
- ইমাম শাফিঈ
- আহমদ বিন হাম্বল
- ইমাম জাফর আল সাদিক
- আল কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর আস সিদ্দিক
- সুফিয়ান সাওরী
- সুফিয়ান ইবনে উয়াইয়াহ
- আল লাইদ ইবনে সাদ
- হাম্মাদ ইবনে জায়েদ
- ইমাম আবু হানিফা
- মক্কি ইবনে ইব্রাহিম (125–210 A.H.; 742–825 AD)
- ফুদাইল ইবনে ইয়াদ
- দাউদ আত-তাই
- সিররি আস সাক্তি (155-253 A.H.)
- আবদুল্লাহ শাহ গাজী
তথ্যসূত্র
- সম্পাদনা পরিষদ, ইসলামী বিশ্বকোষ (২০০৭)। সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, ১ম খন্ড। বাইতুল মোকাররম, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ৪২৭। আইএসবিএন 984-06-0252-7।