তাফসিরে উসমানী

তাফসীরে উসমানী (উর্দু: تفسیر عثمانی) হল শায়খুল হিন্দ মাহমুদুল হাসান (১৮৫১ - ১৯২০) ও শাব্বির আহমেদ উসমানি (১৮৮৬ - ১৯৪৯) কর্তৃক উর্দু ভাষায় লিখিত কুরআনের একটি নির্ভরযোগ্য ও প্রামাণ্য তাফসীর বা ব্যাখ্যা গ্রন্থ। শায়খুল হিন্দ মাহমুদুল হাসান ১ম মনজিল রচনার পর মৃত্যুবরণ করলে ওনার ছাত্র শাব্বির আহমেদ উসমানি বাকি ৬ মনজিল রচনা করেন। পরবর্তীতে এটি তাফসীরে উসমানী নামে প্রসিদ্ধি লাভ করে।[1][2][3][4]

তাফসিরে উসমানী
মূল উর্দু তাফসিরে উসমানীর প্রচ্ছদ
লেখকমাহমুদুল হাসান
শাব্বির আহমদ উসমানি
মূল শিরোনামتفسیر عثمانی
অনুবাদকআ.ব.ম. সাইফুল ইসলাম
দেশব্রিটিশ ভারত
ভাষাউর্দু (মূল)
মুক্তির সংখ্যা
৩ খন্ড(মূল)
বিষয়ইসলামি
ধরনতাফসীর
প্রকাশকইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, সৌদি ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস
মিডিয়া ধরন
পৃষ্ঠাসংখ্যা২৭২৭
ওয়েবসাইটতাফসীরে উসমানী

ইতিহাস

শায়খুল হিন্দ মাহমুদুল হাসান উর্দু ভাষায় কুুুুুুরআনের একটি অনুবাদের কাজ শুরু করেন। অনুবাদ শেষ হওয়ার পর এর পাশে সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখে দিতে শুরু করেন। কুরআনের ৭ মনজিলের মধ্যে ১ মনজিল এভাবে লেখার পর তিনি মৃত্যুবরণ করেন। তার এই অসমাপ্ত কাজ সমাপ্ত করেন তাঁর প্রিয় ছাত্র শাব্বির আহমেদ উসমানি। বিস্তারিত তাফসির লিখার ইচ্ছা ছিল না কারো। কিন্তু এই সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো একত্রিত করলে একটি বড় তাফসীর গ্রন্থের রূপ নেয়। পরবর্তীতে শাব্বির আহমেদ উসমানির নামানুসারে এটি তাফসীরে উসমানী নামে প্রসিদ্ধি লাভ করে।

গঠন

মূল উর্দুতে গ্রন্থটি ৩ খণ্ডে বিভক্ত :

  • প্রথম খন্ড - ১ম পারা থেকে ১০ম পারা
  • দ্বিতীয় খন্ড - ১১তম পারা থেকে ২০তম পারা
  • তৃতীয় খন্ড - ২১তম পারা থেকে ৩০তম পারা

প্রকাশনা

সৌদি সরকার উর্দু ভাষায় কুরআনের তাফসীর প্রচারের নিমিত্তে বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স কর্তৃক এই তাফসীরটি ছাপিয়ে সারা বিশ্বে বিনামূল্যে বিতরণ করে। বাংলাদেশ সরকার ২০০০ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক এর বঙ্গানুবাদ প্রকাশ করে।[5]

মন্তব্য

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Wani, Bilal Ahmad (জুন ২০১২)। "Tafsir-i-'Uthmani: An Estimate" (পিডিএফ)University of khasmir: 84–87। ২৮ জুন ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  2. সিদ্দিকী, কে এস। "আল্লামা শাববীর আহমদ উসমানী (রহ.) এবং তার বিখ্যাত তাফসির"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৯
  3. ১৯৯৬-৯৭ অনুচ্ছেদ। "বাংলা ভাষায় কোরআন অনুবাদের ধারাক্রম"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৯
  4. www.amazon.com https://www.amazon.com/Noble-Quran-Tafseer-Usmani-Translation/dp/1541196678। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১২ |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  5. "অনুবাদ ও সংকলন বিভাগ"islamicfoundation.gov.bd
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.