তাপদাহ
তাপদাহ (ইংরেজি:Heat Wave) একটি আবহাওয়া সংক্রান্ত শব্দগুচ্ছ যা দ্বারা বায়ুর অতিরিক্ত উষ্ণ অবস্থা নির্দেশ করা হয়। যদি কোনো স্থানে বাতাসের তাপমাত্রা দীর্ঘ সময় (৩ হতে ৫ দিন) অতি বৃদ্ধি পায় এবং সেই সাথে আর্দ্রতা বেড়ে যায় তবে তাকে তাপদাহ বলা হয়।[1][2]
আবহাওয়া |
---|
প্রকৃতি সিরিজের অংশ |
ঋতু |
ক্রান্তীয় মৌসুম |
|
ঝড়সমূহ |
বর্ষণ |
বিষয় |
|

এটি দ্বারা শুধুই গরম আবহাওয়ার তারতম্য বুঝায় না বরং স্বল্পকালব্যাপী এর অস্বাভাবিক স্থায়িত্বকেও বুঝায় যা শতাব্দীতে মাত্র কয়েকবার সংঘটিত হতে পারে। তীব্র তাপদহের কারনে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে, হাইপারথার্মিয়ায় হাজার হাজার মৃত্যুর হয়ে থাকে, খরা প্রবণ এলাকায় দাবানলের ঝুঁকি বেড়ে যায় এছাড়াও বাতানুকূল ব্যবস্থার কারনে বিদ্যুত বিচ্ছিন্নের ঘটনা ঘটে থাকে। তাপদাহকে চরম আবহাওয়াগত পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয় এবং মানব স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলে কারন তাপ ও সূর্যালোক মানবদেহের শীতলকারী তন্ত্রকে গ্রাস করে ফেলে। পূর্বাভাস প্রদানের মাধ্যমে আগে থেকে তাপদাহ সম্পর্কে জানা যায় এবং সতর্কতা অবলম্বন করা যায়। তাপদহের কারনে মানুষ প্রায়ই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, শ্রমিকের কর্মক্ষমতা কমে যায়, কৃষি এবং শৈল্পিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়, যেসকল অবকাঠামো অত্যধিক তাপের মোকাবিলায় অক্ষম তা ধ্বংসের পথে পরিচালিত হয়।[3][4]
তাপদাহ বেড়েই চলেছে, বিভিন্ন ভূখণ্ডে আরো অধিক পরিমাণে এমনকি জলবায়ু পরিবর্তনের কারনে ১৯৫০ এর দশক থেকে সবখানেই।[5]
সংজ্ঞাসমূহ
- এখানে তাপদহের কিছু সদৃশ সংজ্ঞা উপস্থাপন করা হলো:
- #IPCC তাপদাহকে সংজ্ঞায়িত করেছেন এভাবে "অস্বাভাবিক তাপমাত্রার স্থায়িত্বকাল, প্রায়শই আপেক্ষিক তাপমাত্রার সীমার সাহায্যে উল্লেখ করে সংজ্ঞায়িত করা হয় যার স্থায়িত্বকাল দুইদিন থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে।"
- Heat Wave Duration Index এর উপর ভিত্তি করে যে সংজ্ঞাটি প্রদান করা হয় তা হলো, যখন পরপর পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা স্থায়ী হয় এবং তা গড় সর্বোচ্চ মানকে ৫°সে. (৯°ফা.) অতিক্রম করে, স্বাভাবিক সময়কার হলো ১৯৬০-১৯৯০। এই একই সংজ্ঞাটি World Meteorological Organization কতৃক গৃহীত হয়।
- আবহাওয়াবিদ্যার পরিভাষাকোষ থেকে আরো একটি সংজ্ঞা হলো:" অস্বাভাবিক ও অস্বস্তিকর তাপ এবং সাধারনত আর্দ্র আবহাওয়ার সময়কালই হলো তাপদহ।"

ইউরোপ
নেদারল্যান্ডসে তাপদহকে সংজ্ঞায়িত করা হয় ডি বিল্ট এ পরপর পাঁচ দিন যাবত সর্বোচ্চ তাপমাত্রা ২৫ °সে (৭৭ °ফা) অতিক্রম করার সময়কালকে, এই শর্তে যে ডি বিল্ট এ কমপক্ষে তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ °সে (৮৬ °ফা)। তাপদহের এই সংজ্ঞাটিকে বেলজিয়ামে (য়ুকেল কে প্রসঙ্গ বিন্দু বিবেচনা করে) এবং লুক্সেমবার্গ এ গ্রহণ করা হয়।
ডেনমার্কে তাপদহকে জাতীয়ভাবে সংজ্ঞায়িত করা হয়, কমপক্ষে পরপর তিন দিন সময়কালে তাপমাত্রা দেশের অর্ধেক এলাকার গড় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ °সে (৮২ °ফা) অতিক্রম করলে- the Danish Meteorological Institute "উষ্ণতাদহ" কে আবারো সংজ্ঞায়িত করে যখন একই বৈশিষ্ট্য টেমপ্লেট:২৫ তাপমাত্রায় সংজ্ঞায়িত করা হয়, অথচ সুইডেনএ কমপক্ষে পরপর পাঁচ দিন তাপমাত্রা ২৫ °সে (৭৭ °ফা) অতিক্রম করলে তাপদহ হিসেবে বিবেচনা করা হয়।
গ্রিসে, হেলেনিক ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সার্ভিস অনুসারে তাপদহকে সংজ্ঞায়িত করা হয়, পরপর তিন দিন সময়কালে তাপমাত্রা ৩৯ °সে (১০২ °ফা) এ বা তার উপরে থাকে এবং এ সময়কালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ °সে (৭৯ °ফা) হয়, এবং সেখানে বাতাসের উপস্থিতি না থাকে বা কম থাকে, উল্লেখিত পরিবর্তনগুলো একটি বৃহৎ এলাকার ক্ষেত্রে পর্যবেক্ষণ করা যায় তবে তাকে তাপদহ বলে।
আরও দেখুন
বহি:সংযোগ
তথ্যসূত্র
- Meehl, G. A (২০০৪)। "More Intense, More Frequent, and Longer Lasting Heat Waves in the 21st Century"। Science। 305 (5686): 994–7। ডিওআই:10.1126/science.1098704
। পিএমআইডি 15310900। বিবকোড:2004Sci...305..994M।
- Robinson, Peter J (২০০১)। "On the Definition of a Heat Wave"। Journal of Applied Meteorology। 40 (4): 762–775। ডিওআই:10.1175/1520-0450(2001)040<0762:OTDOAH>2.0.CO;2
। বিবকোড:2001JApMe..40..762R।
- Bottollier-Depois, Amélie। "Deadly heatwaves threaten economies too"। phys.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৫।
- García-León, David; Casanueva, Ana; Standardi, Gabriele; Burgstall, Annkatrin; Flouris, Andreas D.; Nybo, Lars (২০২১-১০-০৪)। "Current and projected regional economic impacts of heatwaves in Europe"। Nature Communications (ইংরেজি ভাষায়)। 12 (1): 5807। আইএসএসএন 2041-1723। ডিওআই:10.1038/s41467-021-26050-z। পিএমআইডি 34608159
|pmid=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। পিএমসি 8490455|pmc=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। বিবকোড:2021NatCo..12.5807G। - "Summary for Policymakers" (পিডিএফ)। Climate Change 2021: The Physical Science Basis। Intergovernmental Panel on Climate Change। ২০২১। পৃষ্ঠা 8–10। ৪ নভেম্বর ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৩।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৩।