তান্দো মুহাম্মাদ খান জেলা
তান্দো মুহাম্মাদ খান জেলা (সিন্ধি: ضلعو ٽنڊو محمد خان, উর্দু: ضلع ٹنڈو محمد خان) পাকিস্তানের সিন্ধু প্রদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির উত্তরে হায়দ্রাবাদ ও তান্দো আল্লাহইয়ার জেলা অবস্থিত; বাদিন জেলা দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত এবং পশ্চিমে সুজাওয়াল জেলা সীমানা অবস্থিত। সিন্ধু নদী উত্তরপশ্চিমের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তান্দো মুহাম্মাদ খান জেলা ৩টি তহসিল নিয়ে গঠিত হয়েছে: তান্দো মুহাম্মাদ খান (জেলাটির বৃহত্তম শহর), বুলরী শাহ করিম এবং তান্দো গোলাম হায়দার।
তান্দো মুহাম্মাদ খান জেলা Tando Muhammad Khan District ضلعو ٽنڊو محمد خان | |
---|---|
জেলা | |
![]() পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক অঞ্চলে তান্দো মুহাম্মাদ খান জেলা অবস্থিত | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | সিন্ধু |
রাজধানী | তান্দো মুহাম্মাদ খান |
আয়তন | |
• মোট | ১,৭৩৩.৯৯ বর্গকিমি (৬৬৯.৫০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[1] | |
• মোট | ৬,৭৭,২২৮ |
• জনঘনত্ব | ৩৯০/বর্গকিমি (১,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৩ |
প্রশাসনিক বিভাগ
তান্দো মুহাম্মাদ খান জেলা প্রশাসনিকভাবে ৩টি তহসিলে বিভক্ত করে গঠিত হয়েছে::[2]
- বুলরী শাহ করিম
- তান্দো গোলাম হায়দার
- তান্দো মুহাম্মদ খান
আরো দেখুন
তথ্যসূত্র
- "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "DISTRICT GOVERNMENT - Tando Muhammad Khan"। ১৩ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৯।
গ্রন্থপঞ্জি
- 1998 District census report of Hyderabad। Census publication। 59। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ১৯৯৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.