তাঞ্জাবুর পুতুল

তাঞ্জাবুর পুতুল হল টেরাকোটার উপাদান দিয়ে তৈরি এক প্রকারের ঐতিহ্যবাহী ভারতীয় খেলনা মাথা নাড়া পুতুল।[1] পুতুলের ভারকেন্দ্র এবং মোট ওজনের কেন্দ্রস্থলটি একেবারে এটির সবচেয়ে নিচের বিন্দুতে কেন্দ্রীভূত থাকে, যার ফলে পুতুলটিকে সামান্য নাড়িয়ে দিলে এর মধ্যে ধীরগতির দোলসহ নাচের মতো একটি অবিচ্ছিন্ন গতিবিধি তৈরি হয়।[2] এই খেলনাগুলো ঐতিহ্যগতভাবে হাতে তৈরি করা হয়। ২০০৮ সালে ভারত সরকার এটিকে ভৌগোলিক নির্দেশক হিসাবে স্বীকৃতি দিয়েছে।[3] -

তাঞ্জাবুর পুতুল
ভৌগোলিক নির্দেশক
টেরাকোটার তৈরি একটি সাধারণ তাঞ্জাবুর বোম্মাই (পুতুল)
বর্ণনাতাঞ্জাবুরে তৈরি টেরাকোটা পুতুল
ধরনহস্তশিল্প
অঞ্চলতাঞ্জাবুর, তামিলনাড়ু
দেশভারত
নথিবদ্ধ২০০৮
উপাদানটেরাকোটা

বিবরণ

তাঞ্জাবুরের স্থানীয় লোকেরা এটিকে তামিল ভাষায় “তাঞ্জাবুর তালাইয়াট্টি বোম্মাই” বলে থাকে যার অর্থ তিড়িং বিড়িং করে মাথা ঝাঁকানো বা মাথা কাঁপানো পুতুল। এটি শরভোজি রাজার শাসনামল থেকে তথা ১৯ শতকের একটি প্রাচীন শিল্প।[4]

ভারতীয় হিন্দু সংস্কৃতির প্রতিনিধি জ্ঞান করে দক্ষিণ ভারতে নবরাত্রি মরশুমে তাঞ্জাবুর পুতুলগুলোর চাহিদা বেড়ে যায়।[4]

কলাকৌশল

তাঞ্জাবুর পুতুলগুলো মূলত পোড়ামাটি ব্যবহার করে তৈরি করা হয় যা সম্পূর্ণরূপে হস্তনির্মিত।[5] দক্ষ শিল্পীদের হাতে এই পুতুলে নকশা আঁকা হয়। পুতুলগুলোকে ভরতনাট্যম, কথাকলি এবং মণিপুরীর বিভিন্ন ঐতিহ্যবাহী নৃত্যের নৃত্যশিল্পীদের মতো সাজানো হয়।[4]

তাঞ্জাবুর  পুতুলের ৪টি আলাদা আলাদা অংশ রয়েছে যেগুলো হল: পা, মাথা, ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গ।[4]

তাঞ্জাবুর পুতুলের একটি দোকান

তথ্যসূত্র

  1. "Thanjavur Doll - An Ancient Indian Art - Swadesi | Made in India" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৫
  2. Physics Class 9। Pearson Education India। পৃষ্ঠা 184। আইএসবিএন 8131728463।
  3. "Geographical indication"। Government of India। ২৬ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫
  4. Authindia। "7 Facts About Thanjavur Doll"Authindia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৫
  5. "The doll house: Making of Thanjavur dolls"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-৩০। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.