তাকাসি ইনুই

তাকাসি ইনুই (乾 貴士, Inui Takashi, জন্ম: ২ জুন ১৯৮৮) হলেন একজন জাপানি পেশাদার ফুটবলার, যিনি স্পেনীয় ক্লাব রিয়াল বেতিস এবং জাপান জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি উইঙ্গার এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় উভয় স্থানেই খেলে থাকেন।

তাকাসি ইনুই
২০১৮ ফিফা বিশ্বকাপে ইনুই
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম তাকাসি ইনুই
জন্ম (1988-06-02) ২ জুন ১৯৮৮
জন্ম স্থান ওমিহাচিমান, জাপান
উচ্চতা ১৬৯ সেমি (৫ ফু ৭ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল বেতিস
যুব পর্যায়
১৯৯৫–২০০৪ সাইসন ফুটবল ক্লাব
২০০৪–২০০৬ ইয়াসু হাই স্কুল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৭–২০০৯ ইয়োকোহামা এফ. মারিনোস (০)
২০০৮সেরেজো ওসাকা (ধার) ২০ (৬)
২০০৯–২০১১ সেরেজো ওসাকা ৯৪ (৩৯)
২০১১–২০১২ ভিএফএল বশোম ৩০ (৭)
২০১২–২০১৫ এইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট ৭৫ (৭)
২০১৫–২০১৮ এইবার ৮৮ (১১)
২০১৮– রিয়াল বেতিস (০)
জাতীয় দল
২০০৬ জাপান অনূর্ধ্ব-২১ (০)
২০০৯– জাপান ২৫ (২)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৫ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬ নভেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক

৩১ আগস্ট ২০১৭ (2017-08-31)-এর হিসাব অনুযায়ী
জাতীয় দলসালউপস্থিতিগোল
জাপান
২০০৯
২০১০
২০১২
২০১৩
২০১৪
২০১৫
২০১৭
মোট২১

তথ্যসূত্র

  1. "National Team Squad"jfa.or.jpJapan Football Association। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৪

বহিঃসংযোগ

টেমপ্লেট:SD Eibar squad

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.