তাকবির
তাকবির (تَكْبِير) একটি ইসলামি পরিভাষা। এর মাধ্যমে আরবি আল্লাহু আকবর বাক্য বোঝায় যার অর্থ “আল্লাহ সবচেয়ে মহান”। ইসলামে তাকবির ধ্বনির বহুবিধ ব্যবহার রয়েছে। নামাজ, আজান, ইকামত, জিহাদ, পশু জবাই, আনন্দ বা বিপদের সময় আল্লাহকে স্মরণ, ইত্যাদি ক্ষেত্রে তাকবির ধ্বনির ব্যবহার হয়। এছাড়াও বিভিন্ন মুসলিম রাষ্ট্রের পতাকায় আল্লাহু আকবর উৎকীর্ণ রয়েছে।
পতাকায় উৎকীর্ণ তাকবির
- আফগানিস্তানের পতাকায় শাহাদাহ্র নিচে তাকবির
- ইরাকের পতাকায় কুফিক লিপিতে উৎকীর্ণ তাকবির
- ১৯৮০ সালে চালুকৃত ইরানের পতাকা
- ১৯৩০ এর দশকে ওয়াজিরিস্তান প্রতিরোধ আন্দোলনের পতাকা
আরও দেখুন
তথ্যসূত্র
- Dr. Rohi Baalbaki (১৯৯৫)। Al-Mawrid (7th সংস্করণ)। Dar El-Ilm Lilmalayin, Beirut। আইএসবিএন 9953-9023-1-3।
- F. Steingass PhD, University of Munich (১৮৭০)। Persian-English Dictionary, Including the Arabic words and phrases to be met with in literature। Librairie Du Liban, Beirut।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.