তাঁতিবন্দ রেলওয়ে স্টেশন

তাঁতীবন্ধ রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার একটি রেলওয়ে স্টেশন

তাঁতীবন্ধ রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানপাবনা জেলা রাজশাহী বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইনমাঝগ্রাম-পাবনা-ঢালারচর লাইন
প্ল্যাটফর্ম
ট্রেন পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু২০২০ সালের ২৬ জানুয়ারি
পরিষেবা
চালু
অবস্থান

অবস্থান

তাঁতীবন্ধ রেলওয়ে স্টেশন মাঝগ্রাম-পাবনা-ঢালারচর লাইনের পাবনা-ঢালারচর অংশে অবস্থিত।

ইতিহাস

মাঝগ্রাম-পাবনা-ঢালারচর লাইনের পাবনা-ঢালারচর রেলপথ অংশ তৈরি করার সময় তাঁতীবন্ধ রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়। রেলপথের এই অংশটি ২০২০ সালের ২৬ জানুয়ারি উদ্বোধন করা হয়।[1]

পরিষেবা

তাঁতীবন্ধ রেলওয়ে স্টেশন থেকে দুইটি ট্রেন চলাচল করে। নিম্নে তা উল্লেখ করা হলো :

তথ্যসূত্র

  1. "ট্রেনের জন্য অপেক্ষা ফুরাল ৪৫ বছর পর"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-১২
  2. "পাবনা-রাজশাহী রেল রুটে 'ঢালারচর এক্সপ্রেস' | banglatribune.com"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২০-০২-১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.