তরালী শর্মা
তরালী শর্মা (ইংরেজি: Tarali Sarma; অসমীয়া: তৰালী শর্মা) ভারতের অসম রাজ্যের একজন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালিকা। তিনি শাস্ত্রীয় সঙ্গীত ও লোকসঙ্গীতের চর্চা করেন। তরালী শর্মা মঞ্জু বরার আকাশী তরার কথারে নামক অসমীয়া চলচ্চিত্রের কিমতে ভকতি করিব গীত গেয়ে ২০০৩ সনে শ্রেষ্ঠ মহিলা নেপথ্য গায়িকার রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেছিলেন।[1][2][3]
তরালী শর্মা | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | ৪ আগস্ট ১৯৭৫ |
উদ্ভব | অসম, ভারত |
ধরন | শাস্ত্রীয় সংগীত, লোক-সংগীত, আধুনিক |
পেশা | কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালিকা |
বাদ্যযন্ত্র | কণ্ঠ |
লেবেল | বিভিন্ন |
ওয়েবসাইট | taralisarma.com |
ব্যক্তিগত জীবন
১৯৭৫ সালের ৪ আগস্ট তারিখে তরালী শর্মার জন্ম হয়েছিল। পিতার নাম প্রভাত শর্মা। তরালী শর্মার পিতা প্রভাত শর্মা একজন বিখ্যাত লোক সংস্কৃতির শিল্পী, বাঁশিবাদক ও সঙ্গীত পরিচালক ছিলেন। তরালী শর্মা বাল্যকাল থেকেই সঙ্গীতময় পরিবেশে লালন পালন হয়েছিলেন। তরালীর কাকা বশিষ্ট দেব শর্মা বরপেটা সত্রের সত্রাধিকার ছিলেন। নিজের প্রেরনার উৎস হিসেবে তরালী শর্মা নিজের পিতা ও কাকাকে বিবেচনা করেন। ১২ বৎসর বয়সে তিনি আকাশবানী গুয়াহাটি কেন্দ্রে প্রথমবার সঙ্গীত পরিবেশন করেছিলেন। এখান থেকেই তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন। ২০০৬ সালের ১ ডিসেম্বরে তিনি জিন্টু শর্মাকে বিবাহ করেন।
শিল্পী জীবন
তরালী শর্মা বহুসংখ্যক এলবাম, ছায়াছবি ও ধারাবাহিক নাটকে কন্ঠদান করেছেন। তিনি কন্ঠদান করা প্রথম এলবামের নাম অভিমান। তিনি আকাশবানী গুয়াহাটি কেন্দ্রের নিয়মিত শিল্পী ও ভ্রাম্যমাণ থিয়েটারের প্রথম মহিলা সঙ্গীত পরিচালক। ২০০৭ তিনি উয়ান্ড সংস নামক একটি প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। এই প্রতিষ্ঠানের প্রথম সম্পাদনা করা এলবামটির নাম ছিল পিস অফ লাইফ।
সংগীতপঞ্জী
সঙ্গীত পরিচালনা
- আকাশীতরার কথারে...
- লাজ
- যাত্রা, দা পাসেজ
- অভিযাত্রী
- লেটচ্ ডান্স
- পোহর
- অরাষ্ঠ অবস্থান
এলবাম, সঙ্গীত পরিচালনা ও কন্ঠদান
- জীবন আরু সঙ্গীত
- পার্বতী
- মা
- তাল দবা সংখ বাজেও অসংখ্যাত
- জ্যোতির্গময় লিড মি টু দা লাইট
- হোয়াটেভার
- তোমার মরমর কোন
- অভিসারী প্রিয়া
- সোনজনী
- শংকর মাধব
- স্নেহ
- পোহর
- তরালি
- বরগীত
- পারবীন সুলটানার গীত
- মুকলি
- হেঙুলীয়া
পুরস্কার
- শ্রেষ্ঠ মহিলা নেপথ্য গায়িকার রাষ্ট্রীয় পুরস্কার
- শ্রেষ্ঠ মহিলা কন্ঠশিল্পী: বিগ অসমীয়া মিউজিক এয়ার্ড
তথ্যসূত্র
- "Press Information Bureau"। pib.nic.in। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।
- "Profile of Tarali Sarma, Assamese Indian singer"। www.assamspider.com। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৪।