তরগাঁও ইউনিয়ন

তরগাঁও ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[1][2]

তরগাঁও
ইউনিয়ন
৮নং তরগাঁও ইউনিয়ন পরিষদ
তরগাঁও
তরগাঁও
বাংলাদেশে তরগাঁও ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৭′২৭″ উত্তর ৯০°৩৪′১৫″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগাজীপুর জেলা
উপজেলাকাপাসিয়া উপজেলা 
সরকার
জনসংখ্যা
  মোট৪১,৩৯৩
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৭৪৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

দক্ষিণ ও পঃ দিকে শীতলক্ষ্যা নদী। পূর্বে ঘাগটিয়া ইউনিয়ন। উত্তরে রায়েদ ইউনিয়নঢাকা থেকে দুরত্বঃ ৬০ কিঃ মিঃ। গাজীপুর থেকে দূরত্বঃ ৩৫ কিঃ মি।[1]

ইতিহাস

১০৫০ সালে বিখ্যাত সুফী সাধক শাহ সুলতান কমরুদ্দিন রুমী যখন নেত্রকোনায় মদনপুরে আসেন, প্রাগ জ্যেতিষপুর রাজ্যের সমস্ত রাজা মদন গারোর রাজ্যে আস্তানা স্থাপন করেন। এর প্রায় অর্ধ শতাব্দীর পর ভাওয়ালের সুফী সাধক শাহ কারফরমা শাহ ইসলামের মহান বাণী নিয়ে ভাওয়ালে আসেন। প্রাগ ঐতিহাসিক কাল থেকে অত্র ইউনিয়ন ব্যবসা-বাণিজ্যে দ্বারা অগ্রগামী। এখানে ঐদিহাসিক পুরাতন একটি বিদ্যালয় রয়েছে। আছে একটি প্রাচীন কাচারী ঘর। তরগাও ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন।এই ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন বাংলার প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ।[1]

আয়তন ও জনসংখ্যা

আয়তনঃ- ১৪,০০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা- ৪১,৩৯৩ জন (জন্ম নিবন্ধন তথ্য অনুসারে )। [1]

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষিতের হার- ৫৩,২%[1]

শিক্ষা প্রতিষ্ঠান- [1]

  • সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ২২ টি।
  • বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৩ টি।
  • উচ্চ বিদ্যালয়ঃ ০৯ টি।
  • মাদ্রাসাঃ ০৩ টি।
  • মসজিদঃ ২২ টি।

হাট-বাজার

  • পাখরি বাজার

খাল ও নদী

তরগাঁও ইউনিয়নে তেমন কোন নদী না থাকলেও এর পশ্চিম পাশে শীতলক্ষ্যা নদীর অবস্থান।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • আতিকুল ইসলাম খান উপ কমিশনার ডিবি।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "এক নজরে তরগাঁও ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ ডিসেম্বর ২০১৭। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯
  2. "কাপাসিয়া উপজেলা"বাংলাপিডিয়া। ১০ আগস্ট ২০১৪। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.