তপন চৌধুরী (ব্যবসায়ী)
তপন চৌধুরী একজন বাংলাদেশী ব্যবসায়ী। ১৪ জানুয়ারী ২০০৭ সালে তিনি ফখরুদ্দিন আহমেদের অধীনে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা পদে নিযুক্ত হন।[1] তিনি ৮ জানুয়ারী ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার থেকে পদত্যাগ করেছিলেন। [1]
তপন চৌধুরী | |
---|---|
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা | |
কাজের মেয়াদ ১৪ জানুয়ারি ২০০৭ – ৮ জানুয়ারি ২০০৮ | |
প্রধানমন্ত্রী | ফখরুদ্দীন আহমদ |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
পিতা | স্যামসন এইচ চৌধুরী |
জীবিকা | ব্যবসা |
প্রারম্ভিক জীবন
তপন চৌধুরী হলেন স্যামসন এইচ চৌধুরীর পুত্র। তিনি পাবনার আতাইকুলায় জন্মগ্রহণ করেন।[2]
তপন চৌধুরী বগুড়ার খঞ্জনপুর বোর্ডিং স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পাবনায় চলে আসেন এবং পাবনা জেলা স্কুলে ভর্তি হন। সেখান থেকে এসএসসি পাস করে ভর্তি হন ঢাকার নটর ডেম কলেজে। উচ্চমাধ্যমিক শেষে উচ্চশিক্ষার জন্য চলে যান যুক্তরাজ্যে। কিন্তু পিতার অসুস্থতার জন্য ১৯৭৭ সালে তাকে দেশে ফিরে আসতে হয়।[3]
ব্যবসায়িক কর্মজীবন
তপন চৌধুরী স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স লিমিটেডের এবং স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। উভয় সংস্থা তাদের নিজ নিজ খাতে বৃহত্তম উদ্যোগের মধ্যে রয়েছে।[2][4] তপন চৌধুরী মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ছিলেন। তিনি ইয়াং ম্যান ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াএমসিএ) এর সভাপতি হিসাবেও যুক্ত ছিলেন এবং বাংলাদেশ ব্যাপটিস্ট ফেলোশিপের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।[2]
তপন চৌধুরী বাংলাদেশ এমপ্লয়ার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন।[2] তপন চৌধুরী অন্যান্য পদ স্কয়ার টয়লেটরিজ লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড, কন্টিনেন্টাল হসপিটাল লিমিটেড এবং আরও কয়েকটি সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।[2]
তথ্যসূত্র
- Four Bangladeshi advisers resign, BBC News, January 8, 2008.
- Detail of Hon'ble adviser, Ministry of Civil Aviation and Tourism, Govt of Bangladesh.
- "স্কয়ার বহুজাতিক কোম্পানি হওয়ার পথে"। প্রথম আলো।
- Square Pharma attains 17.5 pc sales growth in 2005 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে, The New Nation, Dec 29, 2005.