তনুশ্রী চক্রবর্তী

তনুশ্রী চক্রবর্তী[1] একজন বাঙালি মডেল এবং অভিনেত্রী। তনুশ্রী চক্রবর্তী পেশায় একজন ভারতীয় বাংলা অভিনেত্রী

তনুশ্রী চক্রবর্তী
জন্ম (1984-08-06) ৬ আগস্ট ১৯৮৪
জাতীয়তাভারতীয়
পেশামডেল, অভিনেত্রী
কর্মজীবন২০০৯-বর্তমান

শৈশব ও শিক্ষা

তনুশ্রী মর্ডান হাই স্কুল থেকে স্কুলজীবনের শিক্ষা সমাপ্ত করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাসন্তী দেবী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে গ্রাজ্যুয়েশন করেন।[2]

জীবন

তনুশ্রী স্কুল সমাপ্ত করার পরেই মডেল হবার সুযোগ লাভ করেন। এরপর তিনি বেশকিছু পণ্যের বিজ্ঞাপন-এ অংশ নেন। তিনি কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত উড়ো চিঠিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হন।[2]

অভিনীত চলচ্চিত্র

বছরচলচ্চিত্রের নামপরিচালকসহশিল্পী
২০১৫ক্রস কানেকশন ২অভিজিত গুহ, সুদেষ্ণা রায়শায়ান মুন্সি
২০১৫ইচ্ছেমতির গপ্পঅতনু হাজরাশাশ্বত চট্টোপাধ্যায়
২০১৪খাদকৌশিক গঙ্গোপাধ্যায়মিমি চক্রবর্তী
২০১৪বুনো হাঁস অনিন্দ্য রায় চৌধুরীদেব, শ্রাবন্তী
২০১৪উইন্ডো কানেকশনস আর.কে. গুপ্তআরিয়ান ভৌমিক
২০১৪অভিশপ্ত নাইটিবিরসা দাশগুপ্তরাহুল বন্দ্যোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়
২০১৩বসন্ত উৎসবঋতুব্রত ভট্টাচার্যপরমব্রত চট্টোপাধ্যায়, পীযূষ গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়
২০১২ছোয়ান
২০১২কয়েকটি মেয়ের গল্পসন্দীপন রায়পার্ণো মিত্র, রাইমা সেন
২০১২ভালবাসা অফ রুটঅরুনবা খাসনবীসরাহুল বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়
২০১২বেডরুমমৈনাক ভৌমিকইন্দ্রনীল ঘোষ, আবীর চট্টোপাধ্যায়, পাওলী দাম
২০১১উড়ো চিঠিকমলেশ্বর মুখোপাধ্যায়ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র
২০১০বন্ধু এসো তুমিপার্থসর্থী জয়ারধরসুজয় ঘোষ

রাজনৈতিক জীবন

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে তিনি ২১ হাজার ভোটের ব্যবধানে শ্যামপুরে আসনে হেরেছেন।[3]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Spelling according to The Times of India ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-১২-২১ তারিখে
  2. "Interview Tanusree"। WBRi। ১৪ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১২
  3. "কেউ হারলেন, কেউ আবির্ভাবেই করলেন বাজিমাৎ, দেখে নিন কেমন হল তারকা প্রার্থীদের ফল"anandabazar.com। আনন্দবাজার। ৩ মে ২০২১। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.