ঢোলারহাট ইউনিয়ন

নামকরণ

ঢোলার হাট মৌজার নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় ঢোলার হাট ইউনিয়ন। কথিত আছে, এ গ্রামে ঢোলারদের হাট বসত। তাই এ নাম রাখা হয়।

প্রশাসনিক উপাত্ত


শিক্ষাব্যবস্থা

  • কলেজ-১টি, ঢোলারহাট টেকনিক্যাল বিএম কলেজ।
  • সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,
  • উচ্চ বিদ্যালয়ঃ ০৩ টি, যথা- ১। ঢোলারহাটএসসি উচ্চ বিদ্যালয়, ২। ব্যারিষ্টার জমির উদ্দীর উচ্চ বিদ্যালয়, ৩। ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়।
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-১টি, মাধবপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।*
  • মাদ্রাসা- ২ টি।[2]

অর্থনীতি

বিভিন্ন জাতের ধান, পাট, তামাক, ভুট্টা।

যোগাযোগ ব্যবস্থা

উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ভটভটি/রিক্সা/নছিমন/ভ্যান।

বিবিধ

  • ১টি কমিউনিটি ক্লিনিক আছে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. উপজেলা, ঠাকুরগাঁও সদর (২ আগস্ট ২০২১)। "ঠাকুরগাঁও সদর উপজেলা"ঠাকুরগাঁও সদর উপজেলা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১
  2. ইউনিয়ন, ঢোলার হাট (২ আগস্ট ২০২১)। "ঢোলার হাট ইউনিয়ন"ঢোলার হাট ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১

টেমপ্লেট:ঠাকুরগাঁও বিষয়ক

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.