ঢেমশা ইউনিয়ন

ঢেমশা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

ঢেমশা
ইউনিয়ন
৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদ
ঢেমশা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ঢেমশা
ঢেমশা
ঢেমশা বাংলাদেশ-এ অবস্থিত
ঢেমশা
ঢেমশা
বাংলাদেশে ঢেমশা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫′৪১″ উত্তর ৯২°৩′৪৭″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসাতকানিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানমির্জা আসলাম সরওয়ার রিমন (স্বতন্ত্র প্রার্থী)
আয়তন
  মোট১১.৫৭ বর্গকিমি (৪.৪৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২০,৮৪২
  জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৯.৭০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৮৭
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন

ঢেমশা ইউনিয়নের আয়তন ২৮৬০ একর (১১.৫৭ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ঢেমশা ইউনিয়নের লোকসংখ্যা ২০,৮৪২ জন। এর মধ্যে পুরুষ ১০,৭৮৮ জন এবং মহিলা ১০,০৫৪ জন।[1]

অবস্থান ও সীমানা

সাতকানিয়া উপজেলার মধ্যভাগে ঢেমশা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে কেঁওচিয়া ইউনিয়ন, উত্তরে কেঁওচিয়া ইউনিয়ননলুয়া ইউনিয়ন, পশ্চিমে নলুয়া ইউনিয়নপশ্চিম ঢেমশা ইউনিয়ন এবং দক্ষিণে সাতকানিয়া পৌরসভা অবস্থিত।

ইতিহাস

১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক ঢেমশা ইউনিয়ন থেকে পশ্চিম ঢেমশাকে পৃথক করে আলাদা ইউনিয়ন গঠন করেন। বর্তমানে ২টি ছোট গ্রাম মিলিয়েই ঢেমশা ইউনিয়ন পরিষদ।[2]

প্রশাসনিক কাঠামো

ঢেমশা ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রাম ২টি হল:

  • উত্তর ঢেমশা
  • দক্ষিণ ঢেমশা

[3]

শিক্ষা ব্যবস্থা

ঢেমশা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৭০%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি এবতেদায়ী মাদ্রাসা ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়

[4]

মাদ্রাসা
  • ঢেমশা হাজারখীল কাদেরিয়া এবতেদায়ী মাদ্রাসা
  • দাইমারখীল ইসলামিয়া আদর্শ এবতেদায়ী মাদ্রাসা
  • হাজী দানু মিয়া আহমদিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা

[5]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ইছামতির কূল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কেরানীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঢেমশা আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

[6]

যোগাযোগ ব্যবস্থা

ঢেমশা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

ঢেমশা ইউনিয়নে ৩৩টি মসজিদ, ৫টি ঈদগাহ, ৯টি মন্দির ও ১টি বিহার রয়েছে।

খাল ও নদী

ঢেমশা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঢেমশা হাঙ্গর খাল এবং দক্ষিণ ঢেমশা ইছামতি খাল।[7]

হাট-বাজার

ঢেমশা ইউনিয়নের প্রধান হাট-বাজার হল কেরানীহাট গরুর বাজার।[8]

দর্শনীয় স্থান

  • স‌‌‍-সঙ্গ বিহার[9]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মির্জা আসলাম সরওয়ার রিমন[10]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মোহাম্মদ সরোয়ার জামাল ১৯৭২-১৯৯৯
০২ দিপেশ কান্তি চৌধুরী ২০০০-২০০৫
০৩ আবদুছ ছাত্তার ২০০৫-২০০৮
০৪ আবদুল মজিদ বজল (ভারপ্রাপ্ত) ২০০৮-২০১১
০৫ রমজান আলী ২০১১-২০১৬
০৬ রিদুয়ান উদ্দীন ২০১৬-২০২২
০৭ মির্জা আসলাম সরওয়ার রিমন-স্বতন্ত্র প্রার্থী ২০২২-বর্তমান

[11]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "ঢেমশা ইউনিয়নের ইতিহাস - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"dhemsaup.chittagong.gov.bd। ২৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"dhemsaup.chittagong.gov.bd। ২৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  4. "মাধ্যমিকবিদ্যালয় - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"dhemsaup.chittagong.gov.bd
  5. "মাদ্রাসা - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"dhemsaup.chittagong.gov.bd
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41120&union=17%5B%5D
  7. "খাল ও নদী - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"dhemsaup.chittagong.gov.bd। ২২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  8. "হাট বাজারের তালিকা - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"dhemsaup.chittagong.gov.bd
  9. "দর্শনীয়স্থান - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"dhemsaup.chittagong.gov.bd। ২৫ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  10. "সাতকানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা"। সিটিজ টাইমস। ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২
  11. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"dhemsaup.chittagong.gov.bd। ২৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.