ঢালুয়া ইউনিয়ন
ঢালুয়া বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন।
ঢালুয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() ঢালুয়া ![]() ![]() ঢালুয়া | |
স্থানাঙ্ক: ২৩°৭′১০″ উত্তর ৯১°১৪′১৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | নাঙ্গলকোট উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | নাজমুল হাসান ভূঁইয়া বাছির (আওয়ামীলীগ) |
সাক্ষরতার হার | |
• মোট | ৮৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
জনসংখ্যা
মোট জনসংখ্যা ৪৪৯৫২ জন (২০১১ আদমশুমারী অনুয়ায়ী)
অবস্থান ও সীমানা
নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ঢালুয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মৌকরা ইউনিয়ন; পশ্চিমে জোড্ডা পূর্ব ইউনিয়ন ও দৌলখাঁড় ইউনিয়ন; দক্ষিণে বক্সগঞ্জ ইউনিয়ন; দক্ষিণ-পূর্বে সাতবাড়িয়া ইউনিয়ন এবং পূর্বে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন, জগন্নাথদীঘি ইউনিয়ন ও চিওড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
ঢালুয়া ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী আলিয়া মাদ্রাসা।
- ঢালুয়া রহমতিয়া সিনিয়র মাদ্রাসা।
- বায়েরা আল জামেয়া দাখিল মাদ্রাসা।
- সিজিয়ারা কাদেরীয়া মাদ্রাসা।
- শুভপুর ইসলামিয়া মাদ্রাসা।
- মাধ্যমিক বিদ্যালয়
- আলহাজ্ব ছালামত উল্ল্যা উচ্চ বিদ্যালয়।
- চৌকুড়ি উচ্চ বিদ্যালয়।
- ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।
- সিজিয়ারা উচ্চ বিদ্যালয়।
- প্রাথমিক বিদ্যালয়
- ঢালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- সিজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- চৌকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যায়লয়।
- মোগরা সরকারি প্রথমিক বিদ্যালয়।
- বায়েরা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- শিহর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- বেসরকারি মাদরাসা:
- আল জামিয়াতুল ইসলামীয়া শিংগরীয়া মাদরাসা
- বায়েরা আল জামিয়াতুল ইসলামীয়া মহিউস-সুন্নাহ মাদরাসা।
- কিন্ডারগার্ডেনঃ
- আব্দুর রহিম ভূঁইয়া মেমোরিয়াল একাডেমী।
যোগাযোগ ব্যবস্থা
অত্যন্ত উন্নত। সব পকপকা।
খাল ও নদী
- ডাকাতিয়া নদী
হাট-বাজার
ঢালুয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল:
- ঢালুয়া বাজার
- হাসানপুর বাজার (নতুন বাজার)
- মন্নারা বাজার
- সিজিয়ারা বাজার
- চৌকুড়ি বাজার
- তেজের বাজার
- ধনমুড়ি বাজার
- আনন্দ বাজার
দর্শনীয় স্থান
- পুঁটিজলা-মন্তলী রাস্তার দুপাশ
- চিলপাড়া ব্রীজ
- চিলপাড়া রাস্তার দু-পাশ
- ডাকাতিয়া নদী ও তেপান্তর
- মকিমপুর
উল্লেখযোগ্য ব্যক্তি
- জয়নাল আবেদীন ভুঁইয়া –– বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন সাংসদ।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: নাজমুল হাসান ভূঁইয়া (বাছির)
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.