ঢালারচর সাটল

ঢালারচর সাটল বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি সাটল ট্রেন।

ঢালারচর সাটল
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনশাটল ট্রেন
প্রথম পরিষেবা২৬ জানুয়ারী ২০২০
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুঢালারচর রেলওয়ে স্টেশন
শেষঈশ্বরদী রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়৩ ঘণ্টা ৩০ মিনিট।
পরিষেবার হার৬ দিন (সোমবার বন্ধ)
রেল নং
  • ঢালারচর সাটল-১
  • ঢালারচর সাটল-২
যাত্রাপথের সেবা
শ্রেণীআছে
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার ( ফুট  ইঞ্চি)

ইতিহাস

পাবনা বাসীর বহুর প্রত্যাসিত মাঝগ্রাম-পাবনা-ঢালারচর লাইন চালু হলে এই পথের ট্রেন হিসেবে ঢালারচর সাটলঢালারচর এক্সপ্রেস চালু করা হয়।[1]

উদ্ভোধন

ঢালারচর সাটল ২৬ জানুয়ারী ২০২০ তারিখে উদ্ভোধন করা হয়। একই দিন ঢালারচর এক্সপ্রেস ট্রেনটিও উদ্ভোধন করা হয়।[2]

যাত্রাপথ

ঢালারচর সাটল মাঝগ্রাম-পাবনা-ঢালারচর লাইনে চলাচল করে এবং যাত্রাপথে থাকা সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।[3]

স্টেশন তালিকা

ঢালারচর সাটল যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

সময়সূচি

  • ঢালারচর সাটল-১ ঈশ্বরদী থেকে ঢালারচরের উদ্দেশ্যে ছাড়ে ভোর ৪টা ৩০ মিনিটে, ঢালারচর পৌঁছায় সকাল ৭ টায়।

(এরপর ট্রেনটি ঢালারচর এক্সপ্রেস নাম নিয়ে ঢালারচর-রাজশাহী-ঢালারচর পথে চলে)

  • ঢালারচর সাটল-২ ঢালারচর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছাড়ে রাত ৮টা ৪৫ মিনিটে, ঈশ্বরদী পৌঁছায় রাত ১১টা ১৫ মিনিটে।

তথ্যসূত্র

  1. "ঢালারচর টু রাজশাহী ঢালারচর শাটল এক্সপ্রেস ট্রেন উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ। | এবিসি বার্তা"abcbarta.com। ২০২০-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১২
  2. রিপোর্টার, পাবনা থেকে স্টাফ। "প্রধানমন্ত্রী পাবনায় 'ঢালারচর এক্সপ্রেস' ট্রেনের উদ্বোধন করলেন"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২০-০২-১২
  3. "নতুন সূচিতে পশ্চিমাঞ্চলে চলছে ২৮টি ট্রেন"Journalbd24 (Bangla ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.