ঢাকা কেন্দ্রীয় কারাগার

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ বাংলাদেশের অপরাধে জড়িয়ে যাওয়া নাগরিকদের সংশোধনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এটি যাত্রা শুরু করে ১০ এপ্রিল ২০১৬ সালে। কারাগারটি ৩১ একর জমিতে নির্মিত এবং ৪৫৯০ জন বন্দী এতে থাকতে পারে। জুলাই ২০১৬ সালে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই নতুন কারাগারে কারাবন্দীদের স্থানান্তরিত করা হয়।[1]

ঢাকা কেন্দ্রীয় কারাগার
কারাগার রূপরেখা
গঠিত২০১৬ (2016)
অধিক্ষেত্রবন্দি রাখা, তাদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য মানুষ গড়ে তোলা
নীতিবাক্যরাখিব নিরাপদ, দেখাব আলোর পথ আশার আলো
কারাগার নির্বাহী
  • কারা মহাপরিদর্শক
মূল সংস্থাস্বরাষ্ট্র মন্ত্রণালয়
ওয়েবসাইটprison.gov.bd
এ রাস্তাটি ঢাকা কেন্দ্রীয় কারাগার,কেরানীগঞ্জ এ অবস্থিত

ইতিহাস

ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের আলোচনা শুরু হয় আশির দশকে। তারপর ২০০৬ সালে বিষয়টি একনেকে পাস হয় ও পরে জমি অধিগ্রহণ শুরু হয়। পরের বছর সেপ্টেম্বরে ৪০৬ কোটি ৩৫ লাখ টাকার এ প্রকল্পের কাজ শুরু হয়। ১০ এপ্রিল ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করেন।[2]

তথ্যসূত্র

  1. "ঢাকার নতুন কারাগারে বন্দীদের নিয়ে যাওয়া হচ্ছে"বিবিসি বাংলা। ২৯ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯
  2. "কেরানীগঞ্জের নতুন কারাগার উদ্বোধন"bangla.bdnews24.com। ১০ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.