আবাহনী লিমিটেড (ঢাকা)

আবাহনী লিমিটেড বাংলাদেশের একটি জনপ্রিয় ক্রীড়া সংগঠন। ১৯৭২ সালে ইকবাল স্পোর্টিং ক্লাব নাম পরিবর্তন করে আবাহনী ক্রীড়াচক্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।[1]। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত আবাহনী বাংলাদেশের ক্রীড়া জগতে অন্যতম শীর্ষস্থানীয় সংগঠন হিসেবে অধিষ্ঠিত হয়েছে[2]। ১৯৮৯ সালে আবাহনী ক্রীড়াচক্রকে লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়।[1]

আবাহনী লিমিটেড ঢাকা
পূর্ণ নামআবাহনী লিমিটেড ঢাকা
ডাকনামঢাকা আবাহনী
প্রতিষ্ঠিত১৯৭২
মাঠসিলেট জেলা স্টেডিয়াম
ধারণক্ষমতা১৮,০০০
সভাপতিকাজী নাবিল আহমেদ
ম্যানেজারসত্যজিত দাস রুপু
কোচআতিকুর রহমান আতিক
লিগবাংলাদেশ প্রিমিয়ার লীগ
২০১৭-১৮১ম

বর্তমান খেলোয়াড়

২০১৮ বাংলাদেশ ফেডারেশন কাপ ফাইনালে ঢাকা আবাহনীর প্রথম একাদশ
২৮ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।

২০২২-২৩ মৌসুমের জন্য ঢাকা আবাহনী লিমিটেডের স্কোয়াড।

নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো শহিদুল আলম সোহেল
সুশান্ত ত্রিপুরা
নুরুল নাঈম ফয়সাল
রেজাউল করিম রেজা
রিয়াদুল হাসান
ইমন মাহমুদ
জুয়েল রানা
মোহাম্মদ হৃদয়
গেটারসন
১০ নাবিব নেওয়াজ জীবন
১১ রহিম উদ্দিন
১২ দানিয়েল কোলিন্দ্রেস
১৩ পাপন সিং
১৪ মোহাম্মদ মামুন মিয়া
১৫ আলমগীর মোল্লা
১৬ মোহাম্মদ সোহেল রানা
১৭ মেহেদী হাসান রয়েল
১৮ গো মাহফুজ হাসান প্রীতম
নং অবস্থান খেলোয়াড়
১৯ ফয়সাল আহমেদ ফাহিম
২০ মারাজ হোসেন অপি
২১ এলিটা কিংসলে
২২ ইউসুফ মোহাম্মদ
২৩ পিটার নওরাহ
২৪ আসাদুজ্জামান বাবলু
২৫ গো আরিফুজ্জামান হিমেল
২৭ আরাফাত তাসিন
২৮ তন্ময় দাস
২৯ মাসুদ রানা
৩০ গো মোঃ শামীম হোসেন
৩১ মোহাম্মদ আল-আমিন
৩৩ শাকিল আহমেদ
৩৪ মুহাম্মদ নাজিম উদ্দিন
৩৫ আল-আমিন হাসান আনাফ
৭৭ মোহাম্মদ রহমত মিয়া
৮০ রাফায়েল অগাস্টো (Captain)

অর্জন

ফুটবল

উপাত্ত (১৯৭৩-২০১৬)

স্বাধীনতা কাপ:

  • নাগজি ট্রফি (ভারত)
    • চ্যাম্পিয়ন - ১৯৯০
  • চার্মস কাপ (ভারত)
    • চ্যাম্পিয়ন - ১৯৯৪
  • বরদোলোই ট্রফি (ভারত)
    • চ্যাম্পিয়ন -২০১০
  • জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    • চ্যাম্পিয়ন -২০০০

ক্রিকেট

তথ্যসূত্র

  1. "ক্রীড়া সংস্থা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১
  2. "আবাহনী লিমিটেড"thedemoz.com। ২০২০-০৬-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.