ঢাকা-৭
ঢাকা-৭ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮০ নং আসন।
ঢাকা-৭ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার | ৩,২৮,২৬৯ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | হাজী মোহাম্মদ সেলিম |
সীমানা
ঢাকা-৭ আসনটি ঢাকা মহানগরের বংশালের একাংশ, কোতয়ালীর একাংশ, চকবাজার, লালবাগ, কামরাংগীরচর, হাজারীবাগ ও ধানমন্ডির একাংশ নিয়ে গঠিত৷ সীমানাঃ পূর্বে- নাজিরাবাজার, পশ্চিমে- হাজারীবাগ, উত্তরে- পলাশী ও দক্ষিণে- কামরাংগীরচর।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: ঢাকা-৭[7] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
স্বতন্ত্র | হাজী মোহাম্মদ সেলিম | ৪২,৭২৮ | ৫৮.১ | প্র/না | ||
আওয়ামী লীগ | মোস্তফা জালাল মহিউদ্দিন | ৩০,৭৩৩ | ৪১.৮ | -২৩.৬ | ||
স্বতন্ত্র | মোহাম্মদ রিয়াজ উদ্দিন | ৩,১০০ | ৪.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৯৯৫ | ১৬.৩ | -১৭.৫ | |||
ভোটার উপস্থিতি | ৭৬,৪৯৯ | ২৪. | -৫৬.৭ | |||
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে | ||||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: ঢাকা-৭[8][9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মোস্তফা জালাল মহিউদ্দিন | ১,৪৬,৩৪৭ | ৬৫.৪ | +২২.২ | ||
বিএনপি | নাসির উদ্দিন আহমেদ পিন্টু | ৭০,৭৪৭ | ৩১.৬ | -২২.৮ | ||
ইসলামী আন্দোলন | মোঃ নূরুল আমিন | ২,১৯৭ | ১.০ | প্র/না | ||
গণতন্ত্রী পার্টি | সারফাত আলী হীরা | ১,২৬৮ | ০.৬ | প্র/না | ||
গণফোরাম | সাহিদা আমির | ৯৫০ | ০.৪ | প্র/না | ||
বিকেএ | মোঃ জাফরুল্লাহ খান | ৬৭২ | ০.৩ | -০.৩ | ||
স্বতন্ত্র | মোঃ ইয়ায়া হিয়াহ আহমেদ | ৪৭৮ | ০.২ | প্র/না | ||
বিকল্পধারা | আজমির বেগম | ৪২৭ | ০.২ | প্র/না | ||
কেএসজেএল | মোঃ রহিম | ২৪৭ | ০.১ | প্র/না | ||
ন্যাপ | মোঃ মোস্তফা কামাল | ২০৮ | ০.১ | প্র/না | ||
জাতীয় পার্টি | সরোয়ার হোসেন | ১০২ | ০.০ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | এম. ইব্রাহিম আদিল খান | ৫০ | ০.০ | প্র/না | ||
বিজেপি | মোঃ মুনিরুল ইসলাম সিকদার | ৪২ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭৫,৬০০ | ৩৩.৮ | +২২.৬ | |||
ভোটার উপস্থিতি | ২,২৩,৭৩৫ | ৮১.১ | +১৩.৮ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: ঢাকা-৭[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | সাদেক হোসেন খোকা | ১,২৩,৬৮৬ | ৫৪.৪ | +৯.৪ | |
আওয়ামী লীগ | মোহাম্মদ সাঈদ খোকন | ৯৮,২২৯ | ৪৩.২ | -০.৬ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | জাহাঙ্গীর মোহাম্মদ আদেল | ৩,০৯৩ | ১.৪ | প্র/না | |
বিকেএ | আবদুল মালেক চৌধুরী | ১,৩৭৮ | ০.৬ | +০.৫ | |
জাসদ | মোঃ আনোয়ার হোসেন | ২২৯ | ০.১ | +০.১ | |
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি | মুহাম্মদ মাহসিন কবির | ১২০ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ শামীম আহমেদ | ৭৫ | ০.০ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ সালাহউদ্দিন আহমেদ | ৭২ | ০.০ | প্র/না | |
বাংলাদেশ পিপলস কংগ্রেস | মোঃ নূরুল ইসলাম | ৬০ | ০.০ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ আসলাম | ৫৯ | ০.০ | প্র/না | |
স্বতন্ত্র | আবু সাইদ | ৪৬ | ০.০ | প্র/না | |
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | মোঃ কুদ্দর উল্লাহ | ৪৫ | ০.০ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ জাহাঙ্গীর আলম | ৪০ | ০.০ | প্র/না | |
বিকেএসএমএ (সাদেক) | কৃষক মোঃ সাদেক | ৩২ | ০.০ | প্র/না | |
বাকশাল | এম. এ. শাহীদ | ২২ | ০.০ | প্র/না | |
স্বতন্ত্র | নাসিমুল গনি খান | ২১ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,৪৫৭ | ১১.২ | +১০.০ | ||
ভোটার উপস্থিতি | ২,২৭,২০৭ | ৬৭.৩ | -৫.৩ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ঢাকা-৭[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | সাদেক হোসেন | ৮৭,২৫৫ | ৪৫.০ | -১১.৭ | |
আওয়ামী লীগ | ফজলুল করিম | ৮৪,৯৪০ | ৪৩.৮ | +৭.৩ | |
জাতীয় পার্টি | জাহাঙ্গীর মোহাম্মদ আদেল | ১৩,২৮৭ | ৬.৯ | +৫.৪ | |
জামায়াতে ইসলামী | এ কে এম এম আবদুস সালাম | ৩,৪৯৪ | ১.৮ | +০.১ | |
জাকের পার্টি | হামদুল আকবর | ১,৬৪৮ | ০.৯ | -০.৭ | |
ইসলামী ঐক্য জোট | লুৎফর রহমান | ১,৩১৯ | ০.৭ | প্র/না | |
স্বতন্ত্র | সামসুজ্জামান মিন্টু | ৩৬৯ | ০.২ | প্র/না | |
গণফোরাম | সাহিদা আমির | ৩৬৭ | ০.২ | প্র/না | |
বিকেএ | আবদুল মালেক চৌধুরী | ১৭০ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | নাসির উদ্দিন পন্নু | ১৫৯ | ০.১ | প্র/না | |
বাংলাদেশ ভাসানী আদর্শ বাস্তবায়ন পরিষদ | সৈয়দ মিনার হোসেন মিনু | ১০৭ | ০.১ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | রোশন আরা বেগম | ৮৭ | ০.০ | প্র/না | |
বাংলাদেশ তানজিমুল মুসলিমিন | নূর হোসেন চৌধুরী | ৮১ | ০.০ | প্র/না | |
ফ্রিডম পার্টি | মোঃ আনসার সিকদার | ৭৭ | ০.০ | -০.৩ | |
স্বতন্ত্র | নাসির আলী | ৭৬ | ০.০ | প্র/না | |
বাংলাদেশ জাতীয় লীগ (সোবহান) | আবদুস সোবহান | ৬১ | ০.০ | প্র/না | |
জাসদ | হাবিবুর রহমান সৈকত | ৪৫ | ০.০ | প্র/না | |
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) | মোঃ মজিবুর রহমান | ৪২ | ০.০ | প্র/না | |
গণতান্ত্রিক সর্বহারা পার্টি | কাজী ফরিদ আহমেদ | ৩৮ | ০.০ | প্র/না | |
জাসদ (রব) | মোঃ হাফিজুর রহমান | ৩৭ | ০.০ | -০.১ | |
সামাজিক গণতান্ত্রিক পার্টি | মোঃ নূরুল ইসলাম | ৩৬ | ০.০ | প্র/না | |
বাংলাদেশ জনতা পার্টি | মোঃ হুমায়ুন কবির | ৩২ | ০.০ | -০.৬ | |
জাতীয় জনতা পার্টি (আসাদ) | নুরজাহান তালেব মুন্সী | ১৮ | ০.০ | প্র/না | |
এনডিপি | মোঃ আবুল কাশেম | ১৫ | ০.০ | -০.১ | |
সংখ্যাগরিষ্ঠতা | ২,৩১৫ | ১.২ | -১৮.৯ | ||
ভোটার উপস্থিতি | ১,৯৩,৭৬০ | ৭২.৬ | +১৪.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: ঢাকা-৭[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | সাদেক হোসেন খোকা | ৭৬,৬০১ | ৫৬.৭ | |||
আওয়ামী লীগ | শেখ হাসিনা | ৪৯,৩৬২ | ৩৬.৫ | |||
জামায়াতে ইসলামী | এ. কে. এম. আবদুস সালাম | ২,২৬২ | ১.৭ | |||
জাকের পার্টি | সিজার আহমেদ | ২,১৬৮ | ১.৬ | |||
জাতীয় পার্টি | শফিকুর রহমান | ১,৯৯২ | ১.৫ | |||
বাংলাদেশ জনতা পার্টি | বেগম রাজিয়া আলিম | ৭৫৭ | ০.৬ | |||
ফ্রিডম পার্টি | লিয়াকত হোসেন | ৪৫৪ | ০.৩ | |||
গণতন্ত্রী পার্টি | মাহমুদুর রহমান বাবু | ২৬৯ | ০.২ | |||
জাসদ (রব) | নজরুল ইসলাম | ১৮৭ | ০.১ | |||
স্বতন্ত্র | জাহাঙ্গীর খান | ১৮৪ | ০.১ | |||
স্বতন্ত্র | আব্দুল রহমান | ১৫৯ | ০.১ | |||
ইউসিএল | নাসিম আলী | ১৫০ | ০.১ | |||
স্বতন্ত্র | খলিলুর রহমান | ১২৮ | ০.১ | |||
এনডিপি | আলমগীর হোসেন | ৯৬ | ০.১ | |||
স্বতন্ত্র | আহমেদ আওরঙ্গজেব কবীর | ৮৮ | ০.১ | |||
জাতীয় জনতা পার্টি ও গণতান্ত্রিক ঐক্য জোট | মোঃ মুজিবুর রহমান হিরু | ৭৩ | ০.১ | |||
জাসদ (সিরাজ) | মোঃ গফ্রান মিয়া | ৬৪ | ০.০ | |||
স্বতন্ত্র | মিলাত হোসেন | ৫৬ | ০.০ | |||
স্বতন্ত্র | মোঃ ইব্রাহীম হোসনে | ৪৮ | ০.০ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (ইউসুফ) | মোঃ ফয়েজ বক্স কাদরি | ৩৬ | ০.০ | |||
বাংলাদেশ পিপলস লীগ (গরিব এ নওয়াজ) | নাসির উদ্দিন পন্নু | ২৮ | ০.০ | |||
স্বতন্ত্র | আবদুল মালেক চৌধুরী | ১৭ | ০.০ | |||
জাতীয়তাবাদী গণতান্ত্রিক চাষী দল | এম. এ. আহসান আতিক | ১৫ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৭,২৩৯ | ২০.১ | ||||
ভোটার উপস্থিতি | ১,৩৫,১৯৪ | ৫৮.১ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Dhaka-7"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.