ঢাকা-১৫
ঢাকা-১৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৮নং আসন।
ঢাকা-১৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার | ৩,৪০,৫২৮ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | কামাল আহমেদ মজুমদার |
সীমানা
ঢাকা-১৫ আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৪, ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[2]
ইতিহাস
২০০১ সালের বাংলাদেশ আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ করার পর, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে।
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | শামীম মিসির | বাংলাদেশ আওয়ামী লীগ | |
১৯৭৯ | মির্জা গোলাম হাফিজ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
সীমানা পরিবর্তন | |||
২০০৮ | কামাল আহমেদ মজুমদার | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
২০১৮ | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: ঢাকা-১৫[3] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | কামাল আহমেদ মজুমদার | ৩০,০৯৫ | ৯০.১ | +৩১.৯ | |
স্বতন্ত্র | ইখলাস উদ্দিন মোল্লা | ৩,৩০৯ | ৯.৯ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৬,৭৮৬ | ৮০.২ | +৫৮.৮ | ||
ভোটার উপস্থিতি | ৩৩,৪০৪ | ১০.৫ | -৬১.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: ঢাকা-১৫[4][5][6] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | কামাল আহমেদ মজুমদার | ১,২০,৭৮০ | ৫৮.২ | প্র/না | |
বিএনপি | মুহাম্মদ হামিদুল্লাহ খান | ৭৬,৪৭২ | ৩৬.৯ | প্র/না | |
স্বতন্ত্র | আব্দুল কাদের | ৬,৬৮৯ | ৩.২ | প্র/না | |
ইসলামী আন্দোলন | মুফতি তাজুল ইসলাম | ২,৫৩২ | ১.২ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | আহমেদ সাজেদুল হক | ৬২৮ | ০.৩ | প্র/না | |
ন্যাশনাল পিপলস পার্টি | শেখ শওকত হোসেন | ১৯২ | ০.১ | প্র/না | |
বাংলাদেশ তরিকত ফেডারেশন | সৈয়দ রেজাউল হক চাঁদপুরী | ১৩০ | ০.১ | প্র/না | |
জাসদ (রব) | মোঃ ফয়সুজ্জামান | ৭৫ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪৪,৩০৮ | ২১.৪ | প্র/না | ||
ভোটার উপস্থিতি | ২,০৭,৪৯৮ | ৭১.৭ | প্র/না | ||
আওয়ামী লীগ জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "Dhaka-15"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" আওয়ামী লীগের অবস্থান ঢাকায় ১২-১৬ আসনে তুলনামূলক ভাল। দৈনিক জনকণ্ঠ। ১২ নভেম্বর ২০১৩। ২০১৮-০২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.