ড্রিস মের্টেনস
ড্রিস মের্টেনস (ওলন্দাজ: Dries Mertens, ওলন্দাজ উচ্চারণ: [ˈdris ˈmɛrtə(n)s]; জন্ম: ৬ মে ১৯৮৭) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।[2] তিনি বর্তমানে তুর্কি ক্লাব গালাতাসারায় এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ৬ মে ১৯৮৭ | ||
জন্ম স্থান | লোভেন, বেলজিয়াম | ||
উচ্চতা | ১.৬৯ মিটার (৫ ফুট ৬ ১⁄২ ইঞ্চি)[1] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | গালাতাসারায় | ||
জার্সি নম্বর | ১০ | ||
যুব পর্যায় | |||
১৯৯৬–১৯৯৮ | স্তাদ লোভেন | ||
১৯৯৮–২০০৩ | আন্ডারলেখট | ||
২০০৩–২০০৫ | খেন্ট | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৫–২০০৭ | খেন্ট | ০ | (০) |
২০০৫–২০০৬ | → এন্ড্রাখট আলস্ট (ধার) | ১৪ | (৪) |
২০০৬–২০০৭ | → এজিওভিভি (ধার) | ৩৫ | (২) |
২০০৭–২০০৯ | এজিওভিভি | ৭৩ | (২৮) |
২০০৯–২০১১ | উট্রেখ্ট | ৬৯ | (১৭) |
২০১১–২০১৩ | এইন্থোভেন | ৬২ | (৩৭) |
২০১৩–২০২২ | নাপোলি | ২৯৫ | (১১৩) |
জাতীয় দল‡ | |||
২০০৪ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ | ৪ | (০) |
২০১১– | বেলজিয়াম | ১০৫ | (২১) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:০৬, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:০৬, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০০৪ সালে, মের্টেনস বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ১ বছর যাবত বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০৫ ম্যাচে ২১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
ড্রিস মের্টেনস ১৯৮৭ সালের ৬ই মে তারিখে বেলজিয়ামের লোভেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ক্লাব ফুটবল
মের্টেনস বর্তমানে বিলুপ্ত স্থানীয় ক্লাব স্তাদ লোভেনের হয়ে খেলার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেছেন।[3] আন্ডারলেখটের স্কাউটরা তাকে প্রথম দেখেছিল, পরবর্তীকালে চূড়ান্তভাবে ১৯৯৮ সালে ক্লাবের যুব অ্যাকাডেমিতে তিনি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। ২০০৩ সালে উক্ত ক্লাব ছেড়ে দেওয়ার পুর্বে তিনি পাঁচ বছর উক্ত ক্লাবের যুব পর্যায়ের খেলোয়াড়দের সাথে ছিলেন। উক্ত সময় কোচেরা তাকে স্বল্প এবং শারীরিকভাবে দুর্বল হওয়ায় পেশাদার পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা অক্ষম হওয়ার জন্য তাকে ছেড়ে দেয়া হয়েছিল।[4] আন্ডারলেখট থেকে চলে আসার পর, মের্টেনসকে বেলজীয় প্রো লীগের অন্য দল খেন্ট তাকে দলে নিয়েছিল। খেন্টের যুব পর্যায়ের সাথে দুই মৌসুম কাটানোর পর, মের্টেনসকে এন্ড্রাখট আলস্টে ধারে প্রেরণ করা হয়েছিল, সেখানে তিনি বেলজীয় তৃতীয় বিভাগের দলের সাথে খেলেছিলেন এবং উক্ত মৌসুমে বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।[4] অতঃপর ২০০৭ সালে তিনি নেদারল্যান্ডের ক্লাব এজিওভিভির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন।[4]
আন্তর্জাতিক ফুটবল
মের্টেনস বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৪ সালে বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০১১ সালের ৯ই ফেব্রুয়ারি তারিখে, ২৩ বছর, ৯ মাস ও ৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মের্টেনস ফিনল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন।[5] উক্ত ম্যাচের ৫৯তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় নাসের শাদলির বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[6][7] ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল।[8] বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে মের্টেনস সর্বমোট ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বেলজিয়াম | ২০১১ | ৮ | ০ |
২০১২ | ৮ | ১ | |
২০১৩ | ৬ | ১ | |
২০১৪ | ১৩ | ৫ | |
২০১৫ | ৭ | ১ | |
২০১৬ | ১৩ | ২ | |
২০১৭ | ১০ | ২ | |
২০১৮ | ১৬ | ৩ | |
২০১৯ | ৯ | ২ | |
২০২০ | ৪ | ৩ | |
২০২১ | ৯ | ০ | |
২০২২ | ২ | ০ | |
সর্বমোট | ১০৫ | ২১ |
তথ্যসূত্র
- "Prima Squadra - Dries Mertens"। SSC Napoli। ৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৬।
- "2014 FIFA World Cup Brazil: List of Players"। FIFA। ১১ জুন ২০১৪। পৃষ্ঠা 4। ১১ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪।
- "Dries Mertens over zijn leven als voetballer"। www.mijnleuven.be। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২২।
- De Kock, Bjorn (৩০ এপ্রিল ২০১৪)। "Why Napoli's winger Dries Mertens should start for Belgium at the World Cup"। BeneFoot। ১৫ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৬।
- "Belgium vs. Finland - 9 February 2011 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২২।
- "Belgium - Finland 1:1 (Friendlies 2011, February)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২২।
- "Belgium - Finland, Feb 9, 2011 - International Friendlies - Match sheet"। www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২২।
- Strack-Zimmermann, Benjamin। "Belgium vs. Finland"। www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২২।
বহিঃসংযোগ
- ড্রিস মের্টেনস – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- ড্রিস মের্টেনস – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে ড্রিস মের্টেনস (ইংরেজি)
- সকারবেসে ড্রিস মের্টেনস (ইংরেজি)
- বিডিফুটবলে ড্রিস মের্টেনস (ইংরেজি)
- ইইউ-ফুটবলে ড্রিস মের্টেনস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ড্রিস মের্টেনস (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ড্রিস মের্টেনস (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে ড্রিস মের্টেনস (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ড্রিস মের্টেনস (ইংরেজি)