ড্যানি বয়েল
ড্যানি বয়েল (জন্ম: ২০শে অক্টোবর, ১৯৫৬) একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি ট্রেইনস্পটিং, টুয়েন্টি এইট ডেইস লেইটার এবং সানশাইন এর মত চলচ্চিত্র নির্মাণ করে পরিচিতি অর্জন করেছেন। ২০০৮ সালে স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে একাডেমি পুরস্কার লাভ করেন।[1] এছাড়াও ২০১০ সালে 127 Hours চলচ্চিত্রের জন্য তিনি দুইটি বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন।
ড্যানি বয়েল | |
---|---|
জন্ম | ড্যানি ফ্রান্সিস বয়েল ২০ অক্টোবর ১৯৫৬ র্যাডক্লিফ, ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড |
শিক্ষা | থর্নলে সেলসিয়ান কলেজ |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি কলেজ অফ নর্থ ওয়েলস (বর্তমানে ব্যাঙ্গর ইউনিভার্সিটি) |
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক |
কর্মজীবন | ১৯৮০–বর্তমান |
পরিচিতির কারণ |
|
সঙ্গী | গেইল স্টিভেনস (১৯৮৩–২০০৩) |
সন্তান | ৩ |
চলচ্চিত্রসমূহ
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Danny Boyle (ইংরেজি)
- ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের স্ক্রিনঅনলাইনে Danny Boyle biography and credits
- Interview with Danny Boyle - Zombies, smack addicts and Starbucks
- EyeForFilm interview with Danny Boyle on Sunshine, sequels and a Pratchett project
- Danny Boyle Interview, Sunshine (2007)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.