ডেন পাইত

ডেন লিরয় পাইত (ইংরেজি: Dane Piedt; জন্ম: ৬ মার্চ, ১৯৯০) দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী উদীয়মান ক্রিকেটারদক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে কেপ কোবরাজ দলের হয়ে খেলছেন। ডেনো ডাকনামে পরিচিত ডেন পাইত মূলতঃ ডানহাতে অফ-স্পিন বোলিং করে থাকেন। পাশাপাশি নিচের সারির কার্যকরী ব্যাটসম্যান হিসেবে ডানহাতে ব্যাটিং করেন। কেপ কোবরাজের অন্যান্য সতীর্থ খেলোয়াড়দের ন্যায় তারও ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট দলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। ২০১১ সালে কেপ কোবরাজের সাথে চুক্তিবদ্ধ হন ও চাতুর্যময় বোলিংয়ে সকলকে আশ্চর্যান্বিত করেছেন। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার উদীয়মান খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দলের প্রতিনিধিত্ব করেন। কিন্তু প্রতিযোগিতায় একটিমাত্র প্রথম-শ্রেণীর খেলায় অনেক রান দিয়ে এক উইকেট পেলেও একমাত্র সীমিত ওভারের খেলায় কোন উইকেট লাভে ব্যর্থ হন।

ডেন পাইত
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামডেন লিরয় পাইত
জন্ম (1990-03-06) ৬ মার্চ ১৯৯০
কেপ টাউন, পশ্চিম কেপ, দক্ষিণ আফ্রিকা
ডাকনামডেনো
উচ্চতা ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ-স্পিন
ভূমিকাস্পিন বোলার, নিচেরসারির ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৩১৮)
৯ আগস্ট ২০১৪ বনাম জিম্বাবুয়ে
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৯-বর্তমানওয়েস্টার্ন প্রভিন্স
২০১১/১২-বর্তমানকেপ কোবরাজ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ৪২ ৪৪ ৩২
রানের সংখ্যা ১৩ ৭৮২ ২৫৪ ৫৩
ব্যাটিং গড় ১৩.০০ ১৫.৩৩ ২৩.০৯ ১৩.২৫
১০০/৫০ ০/০ ০/৪ ০/১ ০/০
সর্বোচ্চ রান ১৩ ৯২ ৭৩ ২৯*
বল করেছে ২৯৪ ৭,৩৭৫ ১,৭৫৫ ৬২৯
উইকেট ১৬০ ৪৫ ২১
বোলিং গড় ১৯.০০ ২৪.০১ ২৯.৪২ ৩৩.৫২
ইনিংসে ৫ উইকেট ১০
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৪/৬২ ৭/৯২ ৪/৯ ৩/২৪
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ২৬/– ১৪/– ৬/–
উৎস: ক্রিকইনফো, ১৫ আগস্ট ২০১৪

খেলোয়াড়ী জীবন

দক্ষিণ আফ্রিকা দলের নতুন অধিনায়ক হাশিম আমলা’র প্রথম সফরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টেস্ট সিরিজে তিনি ও ব্যাটসম্যান স্টিয়ান ফন জিল টেস্ট দলের নতুন সদস্যরূপে অন্তর্ভুক্ত হন।[1] কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে তিনি কোন খেলার জন্য প্রথম একাদশে স্থান পাননি। অতঃপর আগস্ট, ২০১৪ সালে জিম্বাবুয়ে সফরে অনুষ্ঠিত একমাত্র টেস্টে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে।[2] ঐ টেস্টে দশ বছর পর খেলতে আসা মার্ক ভার্মুলেনকে অভিষেক টেস্টের প্রথম বলে আউট করেন।[3] এছাড়াও, টেস্ট অভিষেকে ডেন পাইত দক্ষিণ আফ্রিকার পক্ষে সেরা বোলিং পরিসংখ্যান গড়েন ৮/১৫২।[4][5]

তথ্যসূত্র

  1. "Dane Piedt, Stiaan van Zyl in Test squad"। ESPNcricinfo। ৩ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  2. "South Africa tour of Zimbabwe, Only Test: Zimbabwe v South Africa at Harare, Aug 9-13, 2014"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪
  3. "Zimbabwe v South Africa, only Test, Harare, 1st day, Sluggish Zimbabwe mount resistance"espncricinfo। ৯ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪
  4. "Amla applauds SA for 'smart cricket'"espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪
  5. "Piedt ensures South Africa triumph"espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.