ডেনমার্কের ভূগোল
ডেনমার্কের মূল ভূখণ্ডটি উত্তর-পশ্চিম ইউরোপের জুটলান্ড উপদ্বীপে অবস্থিত। বাল্টিক সাগরের অনেকগুলি দ্বীপও ডেনমার্কের অন্তর্ভুক্ত। এখানকার জলবায়ু মৃদু। এখানকার ৬০% জমি আবাদযোগ্য সমতল ভূমি।
মহাদেশ | ইউরোপ |
---|---|
অঞ্চল | উত্তর ইউরোপ |
স্থানাঙ্ক | ৫৬°০০′ উত্তর ১০°০০′ পূর্ব |
আয়তন | |
• মোট | ৪৩,০৯৪ কিমি২ (১৬,৬৩৯ মা২) |
• স্থলভাগ | 98% |
• জলভাগ | 2% |
উপকূলরেখা | ৮,৭৫০ কিমি (৫,৪৪০ মা) |
সীমানা | মোট স্থল সীমা: ৬৮ কিমি |
সর্বোচ্চ বিন্দু | মোলেহো ১৭১ মিটার |
সর্বনিম্ন বিন্দু | লামেফিয়োর্ড -৭ মিটার |
দীর্ঘতম নদী | গুডেনা ১৪৯ কিমি |
বৃহত্তম হ্রদ | আরেসো ৪০.৭২ কিমি² |
এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল | ১,০৫,৯৮৯ কিমি২ (৪০,৯২৩ মা২) (গ্রিনল্যান্ড ও ফ্যারো দ্বীপপুঞ্জ ব্যতীত) |
প্রাকৃতিক ভূগোল
ডেনমার্কের সীমান্তে উপকূল জুড়ে বাল্টিক ও উত্তর সাগর অবস্থিত। ডেনমার্কের স্থল সীমানা প্রায় ৪৩,০৯৪ বর্গ কিমি (১৬,৬৩৯ বর্গমাইল)। তবে উপকূল এলাকায় সাগরের অবিরাম ভাঙ্গন ও যোগ এবং মানুষের ভূমি পুনরোদ্ধার প্রকল্পের ফলে সঠিকভাবে স্থল সীমানার আকার নির্ধারণ করা যায় না। জুটল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলে জোয়ারের উচ্চতা ১ ও ২ মিটার (৩.২৮ ও ৬.৫৬ ফুট)।[1] ডেনমার্কের বিশাল অর্থনৈতিক অঞ্চল রয়েছে, যার বিস্তৃতি ১০৫,৯৮৯ বর্গ কিলোমিটার (৪০,৯২৩ বর্গমাইল)। গ্রিনল্যান্ড ও ফারো দ্বীপপুঞ্জ সহযোগে মোট ২,২২০,০৯৩ বর্গ কিলোমিটারের (৮৫৭,১৮৩ বর্গমাইল) এই অর্থনৈতিক অঞ্চলটি বিশ্বের ১৫তম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল।
জলবায়ু
ডেনমার্কের জলবায়ু নাতিশীতোষ্ণ। ফলে এখানে শীতকাল মৃদু ও বাতাসপ্রবণ এবং গ্রীষ্মকাল ঈষৎ ঠাণ্ডা।
- কোপেনহেগেনের জলবায়ুর তালিকা।
- কোপেন জলবায়ু শ্রেণীবিন্যাস অনুসারে ডেনমার্কের ভূগোল
ডেনমার্ক (সর্বোচ্চ, সর্বাধিক ১৯৬১-১৯৯০)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ রেকর্ড °সে (°ফা) | ১১.৮ (৫৩.২) |
১৫.৮ (৬০.৪) |
২২.২ (৭২.০) |
২৬.২ (৭৯.২) |
৩১.০ (৮৭.৮) |
৩৫.৫ (৯৫.৯) |
৩৫.৩ (৯৫.৫) |
৩৬.৪ (৯৭.৫) |
২৯.৮ (৮৫.৬) |
২৪.০ (৭৫.২) |
১৯.৬ (৬৭.৩) |
১৩.০ (৫৫.৪) |
৩৬.৪ (৯৭.৫) |
সর্বনিম্ন রেকর্ড °সে (°ফা) | −৩১.২ (−২৪.২) |
−২৯.০ (−২০.২) |
−২৭.০ (−১৬.৬) |
−১২.১ (১০.২) |
−৬.০ (২১.২) |
−১.৬ (২৯.১) |
১.০ (৩৩.৮) |
−০.১ (৩১.৮) |
−৪.৪ (২৪.১) |
−৯.০ (১৫.৮) |
−১৯.০ (−২.২) |
−২৫.৬ (−১৪.১) |
−৩১.২ (−২৪.২) |
ভূমির ব্যবহার
- আবাদযোগ্য জমি: ৫৫.৯৯% স্থায়ী শস্য: ০.১৪% অন্যান্য: ৪২.৮৭% (২০১২)
সেচযোগ্য জমি: ৪,৩৫৪ কিমি² (২০০৭)
মোট নবায়নযোগ্য জল সম্পদ: ৬ কিমি৩ (২০১১)
পরিষ্কার পানি উত্তোলন (গৃহস্থালী/শিল্প/কৃষি):
মোট: ০.৬৬ কিমি৩/বছর (৫৮%/৫%/৩৬%)
মাথাপিছু: ১১৮.৪ মি৩/বছর (২০০৯)
তথ্যসূত্র
- Nationalencyklopedin, (1990)